HS Result 2024 – অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো! এক ক্লিকেই রেজাল্ট দেখুন।

দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চমাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট বা HS Result 2024 প্রকাশিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। প্রায় দুমাসের মাথাতেই ফল প্রকাশিত হতে চলেছে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল নির্বাচন চলাকালীন প্রকাশিত হচ্ছে। ৭ মে রয়েছে তৃতীয় দফার নির্বাচন। ওই দিন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ঠিক তার পরের দিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

HS Result 2024 Check Online

২ মে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। আজ ৮ মে প্রকাশিত হতে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষার বা H.S Result 2024 ফলাফল। অনেকদিন ধরেই অপেক্ষা করছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এতদিনের উৎসাহ উদ্দীপনার অপেক্ষার আজকেই শেষ হতে চলেছে আর কিছু ঘণ্টার মধ্যেই। ৮ই মে অর্থাৎ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কখন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক রেজাল্ট :-

প্রত্যেক বছরের ন্যায় এবার তুলনামূলক বেশি সময়ের ব্যবধানে ফল প্রকাশ হতে চলেছে। প্রতি বছর বেলা ১২ টায় ফল প্রকাশ তথা HS Result 2024 করা হয় যা ১২ : ৩০ এর মধ্যে অনলাইনে দেখেতে পান পড়ুয়ারা। উল্লেখ্য, এই বছর তা দুপুর ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানাবেন উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তার দুঘণ্টা পর দুপুর ৩টে থেকে অনলাইনে HS Result 2024 দেখতে পাবে পড়ুয়ারা।

অনলাইনে কীভাবে রেজাল্ট দেখা যাবে?

অনলাইনে ফল দেখার জন্য ছাত্র-ছাত্রীদের সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এছাড়া বেশ কিছু বেসরকারি ওয়েবসাইটেও এই ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। যে ওয়েবসাইট গুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha . অনলাইনে ফল দেখার জন্য পড়ুয়াদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। ওয়েবসাইটে ঢুকে প্রথমে লিখতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। এর পর সাবমিট অপশনে ক্লিক করলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট। যা ডাউনলোড করতে পারবে ছাত্র-ছাত্রীরা।

রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

তবে রেজাল্ট বা H.S Result 2024 প্রকাশিত হওয়ার দিন স্কুল থেকে হাতে মার্কশিট পাবে না পড়ুয়ারা। যদিও বিগত বছরগুলিতে রেজাল্ট প্রকাশিত (HS Result 2024) হওয়ার দিনে মার্কশিট হাতে পেয়েছিল পড়ুয়ারা। কিন্তু এবছর নিয়মটি ভিন্ন। রেজাল্ট হাতে পাওয়ার জন্য পড়ুয়াদের আরও ২ দিন অপেক্ষা করতে হবে।

মাধ্যমিকের রেজাল্ট 2024! নিজের মোবাইলে মাত্র 2 মিনিটেই সবাই আগে দেখে নিন।

১০ই মে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও টিচার ইনচার্জদের মধ্যে মার্কশিট ও শংসাপত্র বিলি করবে সংসদ। এর জন্য 55টি বিতড়ণ কেন্দ্র তৈরি করা হয়েছে। ওই দিন তা ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেবে স্কুল।

গরমের ছুটি বা Summer Vacation

স্ক্রুটিনি-রিভিউয়ের জন্য কি করণীয়:-

প্রসঙ্গত, মার্কশিট হাতে পাওয়ার পর স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। অনলাইনেই আবেদন করা যাবে। স্ক্রুটিনি ও রিভিউয়ের নিয়মেও কিছু পরিবর্তন করা হয়েছে। এবারই প্রথম পড়ুয়াদের কথা মাথায় রেখে তৎকাল রিভিউ ও স্ক্রুটিনি পরিষেবা চালু করছে সংসদ। এতে অবশ্য তিন গুণ বেশি টাকা দিতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যেই রিভিউ ও স্ক্রুটিনি করা পেপার হাতে পাবে পড়ুয়ারা। যদি কোনো কারণবশত ৭ দিনের মধ্যে রিভিউ ও স্ক্রুটিনি করা পেপার হাতে না পায় তাহলে সংসদ সেই টাকা ফেরত দেবে এমনটাই ঘোষনা করেছেন।

উচ্চমাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট 2024! কারা, কোন সাবজেক্ট নিতে পারবে? সংসদের

উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মানে স্কুল জীবনের অধ্যায় শেষ করে উচ্চশিক্ষার জন্য পরিবর্তী ধাপে অগ্রসর হওয়া। প্রত্যেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কাছে তাই এই ফলপ্রকাশ অনেকটাই ভূমিকা রাখে। সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মনের উৎকণ্ঠা, উদ্দীপনা আর কিছুক্ষণের মধ্যেই উন্মোচন হতে চলেছে ফল প্রকাশের মাধ্যমে। শুধু অপেক্ষা আর কয়েক ঘণ্টার। HS Result 2024.
Written by Shampa Debnath

Leave a Comment