একজন ব্যক্তি যত টাকাই উপার্জন করুক না কেন বিশেষ ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই লোন (Bank Loan) নিয়ে থাকে আর বর্তমানে প্রত্যেকটি ব্যাংকে এই লোনের ব্যবস্থা রাখে এবং অল্প সুদে লোন দেওয়া হয়। তাই বেশিরভাগ মানুষ এই লোন নিয়ে থাকে। এখন লোন নেওয়ার পদ্ধতি প্রচন্ড সহজ তাই খুব সহজেই লোন পাওয়া যায় ব্যাংকগুলো থেকে। তবে এই লোন নেওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত না হলে আপনি সমস্যায় করতে পারেন।
Before Know the Rules of Apply Bank Loan
লোন নেওয়ার একটি ঝুঁকির কাজ কারণ সময়মতো এটি শোধ করতে হয় শোধ না করতে পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই লোন (Bank Loan) নেওয়ার আগে সুদের হার মেয়াদ আরো অনেক কিছু সম্পর্কে জেনে রাখা দরকার। অনেক সময় অনেকেই না জেনে লোন নিয়ে কোন সমস্যার মধ্যে পড়েছেন তাই এই বিষয়ে সতর্ক থাকা উচিত।
সবার আগে আপনার আয়ের উপর নজর দিতে হবে আপনার আয় অনুযায়ী আপনি লোন (Bank Loan) নিন আগে ভেবে নিন আপনার কত টাকা দরকার? সেই টাকায় সুদের হার অনুযায়ী আপনি কি পরিশোধ করতে পারবেন? সেটা আগে ভালোভাবে নিজেকে প্রশ্ন করুন। আর এখন তো যদি খুব কম পরিমাণে লোন নেন তাহলে লোন নেওয়ার আগে নিজের পরিজন আত্মীয় বন্ধু-বান্ধবের কাছে টাকা ধার নেওয়ার চেষ্টা করুন প্রথমেই লোন নেওয়ার চেষ্টা করবেন না
কত বছরের জন্য লোন নিচ্ছেন সেটার দিকে নজর দেওয়া উচিত কারণ আপনি যদি বেশি সময়ের জন্য লোন নেন তাহলে আপনার সুদের হার বেশি হবে এবং ইএমআই (EMI)কমবে। এবং আপনি যদি কম সময়ের জন্য লোন (Bank Loan) দেন অর্থাৎ কম সময় পরিশোধ করবেন ভাবেন তাহলে আপনার সুদের হার কম হবে এবং ইএমআই বাড়বে। তাই চেষ্টা করুন অল্প মেয়াদের মধ্যে লোন পরিশোধ করার।
সুদের হার এবং প্রসেসিং ফি চেক করুন
আপনার এমন একজন ফাইন্যান্সারের কাছ থেকে লোন (Bank Loan) নেওয়া উচিত যার সুদের হার সবচেয়ে কম এবং সহজ লোন দেওয়ার প্রক্রিয়া রয়েছে। এছাড়াও, ব্যক্তিগত লোন (Personal Loan) প্রসেসিং ফি (Processing Fee), লেট পেমেন্ট চার্জ (Late Payment Charge) এবং প্রি-পেমেন্ট পেনাল্টি (Pre Peyment Penalty) ইত্যাদি সম্পর্কেও সম্পূর্ণ জেনে নেবেন।
ভারতীয় এই 5টি ব্যাংক দিচ্ছে কম সুদে 50 লাখ টাকা! এখন আপনিও বানাতে পারেন আপনার স্বপ্নের বাড়ি।
পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার আগে ব্যাংক প্রথমে জানতে চায় আপনি কি কারণে লোন (Bank Loan) নিচ্ছেন তাই আবেদনপত্রে কারণটা উল্লেখ করতে লাগে অনেকেই বাড়ি করার জন্য গাড়ি কেনার জন্য পড়াশোনার জন্য মেয়ে বিয়ের জন্য লোন নিয়ে থাকে। বয়স, আয় ও ক্রেডিট স্কোর নির্ভর করে আপনি কত টাকা লোন পাবেন।
আপনার বয়স যদি ২১ থেকে ৬০ বছরের মধ্যে হয় আর মাসিক ইনকাম ৩০ হাজারের মতন হয় এছাড়া আপনি এর আগে যদি লোন (Bank Loan) নিয়ে থাকেন সেটা ঠিক মতন পরিশোধ করে থাকেন আপনার ক্রেডিট স্কোর যদি ভালো হয় তাহলে আপনি খুব সহজেই লোন পাবেন। আপনি তো ব্যক্তিগত লোন নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে কিছু জিনিস সম্পর্কে জেনে নেওয়া দরকার। তাহলে আপনি সমস্যায় কম পড়বেন আসুন জেনে নিন।
লোন চুক্তি দেখে নিন
প্রথমেই আপনি লোনের চুক্তি দেখে নিন কত টাকা লোন (Bank Loan) দেওয়া হচ্ছে এবং কত দিনের মধ্যে সেটি শোধ করতে হবে সে সম্পর্কে আগে ভালোভাবে অবগত হন। এগুলো জেনে আবেদন পত্রে সই করবেন।
আপনি ব্যক্তিগত লোন নিলে, আপনার এবং ব্যাঙ্কের মধ্যে একটি চুক্তি থাকে। যেমন, প্রিপেমেন্ট পেনাল্টি শুধুমাত্র লোনের প্রাথমিক বছরের মধ্যে প্রযোজ্য হতে পারে। এখন লোন চুক্তি বুঝে, আপনি জরিমানা পরিশোধের এড়াতে পারেন।
জরিমানার পরিমাণ জানুন
ব্যক্তিগত লোনের জন্য প্রিপেমেন্ট পেনাল্টির পরিমাণ ব্যাঙ্ক এবং লোনের শর্তাবলীর উপর নির্ভর করে। সাধারণত, এটি বকেয়া পরিমাণের 1% থেকে 5% পর্যন্ত হয়, তবে কিছু ক্ষেত্রে, এটি ফ্ল্যাট ফি হতে পারে।
ব্যাংক লোন নেওয়া এখন খুবই সহজ। কিন্তু এই নিয়ম না জানলে সমস্যা আপনারই।
সঠিক সময় বাছাই করা গুরুত্বপূর্ণ
আপনি যদি ব্যক্তিগত লোনের একটি বড় অংশ ইতিমধ্যেই পরিশোধ করে থাকেন, তাহলে প্রিপেইমেন্ট খুব একটা সুবিধা হবে না। কারণ আপনি লোনের ইএমআই সহ অনেক সুদ এরইমধ্যে পরিশোধ করেছেন। এই ধরনের পরিস্থিতিতে, আপনি শুধুমাত্র অর্ধেকেরও কম EMI প্রদান করলেই প্রি-পেমেন্টের সুবিধা পেতে পারেন।
এই সমস্ত ব্যাপার গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আপনার উপার্জন বুঝে লোন নেই যাতে লোন পরিশোধ করতে গিয়ে আপনাকে কোনরকম ঝুঁকি নিতে না হয়।
Written by Shampa Debnath.