Make Money – জমানো টাকা হবে দ্বিগুণ। ব্যাংক ব্যালেন্স বাড়াতে এই পদ্ধতিতে মেনে চলুন।

প্রত্যেক ব্যক্তি যতই উপার্জন করুক সবাই চায় আরোও কিছু এক্সট্রা উপার্জন (Make Money) করা গেলে মন্দ হতনা। হ্যা এমনটাই অনেকেই মনে করেন ফিক্সড উপার্জনের পাশে যদি এক্সট্রা উপার্জনের সুযোগ থাকে তাহলে ক্ষতি কি? আজকের প্রতিবেদনে এমনি একটি পদ্ধতি সমন্ধে আলোচনা করব যেটার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে কিন্ত আপনার খরচ একদম বেশি হবেনা। অর্থাৎ মূলধনের চেয়ে ইনকাম বেশি হবে।

Make Money Double for This Business Idea

আপনি বাড়িতেই যদি ফসল চাষ করেন সেটা খুব একটা খরচ (Make Money) সাপেক্ষ ব্যাপার নয়। এই পদ্ধতিতে ফসল চাষ করতে পরিচর্যার জন্য খুব একটা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। সেজন্যই কৃষক মহলে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক চাষের পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সবজি বা ফলের চাষ করা হয় থাকে।

পদ্ধতিটি হল মালচিং পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে শসা চাষ করে মালদহের ব্যাবসায়ীরা প্রচুর লাভবান হয়েছেন। আপনিও বাড়িতে (Make Money) করে দেখতেই পারেন। এই পদ্ধতিতে চাষ করার ফলে খুব অল্প সময়ে ফসল ফলানো সম্ভব হয়। দ্রুত ফলন হয়। খুব একটা বেশি জল বা বৃষ্টির প্রয়োজন হয়না এই পদ্ধতিতে ।

চৈত্র মাসে মালচিং পদ্ধতি অবলম্বন করে শসা চাষ করে গাছের ব্যাপক বৃদ্ধি ঘটিয়েছেন কৃষকরা। জানা গেছে মালদহে হবিবপুর ব্লকের আনন্তপুরের বাসিন্দা পবন ঘোষ চিরাচরিত চাষের পদ্ধতি অবলম্বন না করে প্রায় দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করেছেন। আর সেই শসা বাজারজাত করে অনেক লাভ হয়েছে।

তিনি মার্চ মাসের প্রথম দিকে এই শসা চাষ শুরু করেছিলেন। ইতিমধ্যে ফলন এতটাই হয়েছে যেটা তিনি ভাবেননি। তার কথায় এটা সম্ভব হয়েছে মালচিং পদ্ধতিতে (Make Money) চাষ করার জন্য। বছরে দুবার শসা চাষ অনায়াসেই করা যায়। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে মালচিং পদ্ধতি কি? হ্যা সেই বিষয়ে জানানো হবে অবশ্যই।

এটি একটি বিশেষ পদ্ধতি যেটায় একটি বিশেষ পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয় গাছের গোড়া। যাতে খুব তারাতারি গোড়া নষ্ট না হয়ে যায়। এই পদ্ধতিতে প্রথমে জমির উপর ফালি তৈরি করা হয়। এরপর মাটির সাথে জৈব সার মিশিয়ে চারা গাছ রোপন করা হয়। পলিথিনে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করা হয় চারা গাছ বসানোর জন্য।

প্রতিমাসে 1000 টাকা ইনভেস্ট করুন আর পেয়ে যান 35 লাখ টাকা রিটার্ন।

যাতে সঠিক আলো বাতাস গাছ পেতে পারে। এই বিশেষ পলিথিনের নিচের অংশটি কালো রংয়ের এবং ওপরের অংশটি সাদা চকচকে। মালচিং পদ্ধতিতে (Make Money) চাষ করলে জমিতে আগাছা জন্মানোর সম্ভাবনা থাকে না। এছাড়া মাটির পুষ্টিগুণ বজায় থাকে। প্লাস্টিক দিয়ে আবৃত থাকে বলে পোকামাকড় হয়না।

SBI FD Interest Rate - স্টেট ব্যাংকের এফডি সুদের হার

পোকামাকড় গাছের গোড়ায় বসতে পারেনা ফলে প্লস্টিকের ওপর বসে তাই গাছের রোগ হওয়ার সম্ভাবনা থাকেনা বললেই চলে। এই পদ্ধতি অবলম্বন করে মালদহের কৃষকরা অনেক লাভবান হয়েছে। ফলের গুণগতমান বজায় থাকছে। ফলন ভালো হচ্ছে (Make Money).

10 গুন মুনাফা পাবেন। মার্কেটে প্রচুর ডিমান্ড। আজই বাড়িতে বসে শুরু করুন এই ব্যবসা।

বর্তমানে কৃষকরা এই পদ্ধতি অনুসরণ করেই চাষ করে অনেক টাকা (Make Money) উপার্জন করছে। কম খরচে বেশি লাভ পেতে মালচিং পদ্ধতি অদ্বিতীয়। আপনিও বাড়িতে এই পদ্ধতিতে খুব সহজেই চাষ করে ফসল বাজারজাত করে অনেক লাভ করতে পারবেন। সাইড ইনকাম হিসাবে এটি অন্যতম উপায়।
Written by Shampa Debnath.

Leave a Comment