MSME Loan – আধার কার্ড ও ব্যাংক একাউন্ট থাকলেই সরকার টাকা দিচ্ছে। এইভাবে আবেদন করুন।

বর্তমান পরিস্থিতিতে একটা সরকারি চাকরি (MSME Loan) পাওয়া যেন দুষ্কর ব্যাপার। দেশে চাকরির বেহাল অবস্থায় ঘরে ঘরে শিক্ষিত বেকারদের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। কোনো যুবক যুবতী আবার চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যাবসা করার জন্য মন দিলেও অনেকেরোই সেটাও হয়ে উঠছে না। কারণ ব্যাবসা শুরু করতে অনেকটাই মূলধনের প্রয়োজন। অনেকের সেই আর্থিক পরিকাঠামো থাকেনা যেটা দিয়ে ব্যাবসা শুরু করবে। তবে সেই সমস্যার মুশকিল আসান হতে চলছে।

How to Apply Online for MSME Loan from Govt

কেন্দ্রীয় সরকার থেকে এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ লোনের ব্যাবস্থা করা হয়েছে যার নাম MSME Loan. যার সম্পূর্ণ অর্থ হলো মাইক্রো, স্মল, মিডিয়াম। মাঝারি, ক্ষুদ্র যে কোন ব্যাবসা শুরু করার জন্য আপনিও এই লোনের জন্য আবেদন করতে পারেন। সরকার থেকে লোন নিয়ে আপনি ব্যাবসা শুরুও করতে পারেন আবার ব্যাবসা প্রসারিত করার জন্যও লোন নিতে পারেন। আজকের প্রতিবেদনে এই লোন সম্পর্কিত তথ্য তুলে ধরবো।

ভারত সরকার ২০০৬ সালে MSME Act পাস করে সমস্ত ক্ষুদ্র বা ছোট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতের মতো শ্রমনিবিড় দেশ গুলিতে অর্থনীতির শিরদাঁড়া কিন্তু MSME বা এমএসএমই। প্রত্যেক বছর আমাদের দেশে যত তরুণ তরুণী কাজের বাজারে পা রাখছেন, তাঁদের চাকরি দিতে হলে ছোট শিল্প ছাড়া গতি নেই।

ভারতে নথিভুক্ত MSME Unit সংখ্যা ৬.৩৪ কোটি। উৎপাদন ক্ষেত্রের GDP তে যাদের অবদান ৬.১১%। আর পরিষেবা ক্ষেত্রের জিডিপিতে ২৪.৬৩%। এই দেশ থেকে যা রফতানি হয় তার মধ্যে ৪৫ শতাংশই করে ছোট মাঝারি সংস্থা। এই ক্ষেত্রে প্রায় ১২ কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। তাদেরকে ব্যবসায় আর্থিক সাপোর্ট দেওয়ার জন্যই শুরু করা হয়েছে MSME Loan.

  • লোন সংক্রান্ত তথ্য
  • লোনের শর্ত
  • আবেদন পদ্ধতি

1 লাখ 30 হাজার টাকা পেতে এখনই আবেদন করুন কেন্দ্র সরকারের এই প্রকল্পে।

লোন সংক্রান্ত তথ্য

  • মাইক্রো – MSME এর সংজ্ঞা অনুযায়ী, যে সকল শিল্প গুলিতে ১ কোটির বেশি বিনিয়োগ করা হয় না এবং ৫ কোটির বেশি টার্নওভার আসে না সে গুলিকে মাইক্রো ইন্ডাস্ট্রি বলা হয়।
  • স্মল – যে সকল শিল্প গুলিতে বছরে ১০ কোটির বেশি বিনিয়োগ হয় না এবং ৫০ কোটির বেশি রিটার্ন আসে না সে গুলিকে বলা হয় স্মল ইন্ডাস্ট্রি।
  • মিডিয়াম – বার্ষিক ৫০ কোটি পর্যন্ত বিনিয়োগ এবং ২৫০ কোটি পর্যন্ত টার্নওভার ওলা যে কোম্পানি গুলি সে গুলিকে মিডিয়াম ইন্ডাস্ট্রির তালিকা ভুক্ত করেছে দপ্তর।

লোনের শর্ত

  • MSME Loan বা এমএসএমই লোন নিলে ১২ থেকে ৬০ মাসের মেয়াদে এই লোন আপনি পরিশোধ করতে পারবেন।
  • MSME লোন নিতে গেলে আপনাকে কোন জামানত হিসেবে রাখার প্রয়োজন পড়ে না।
  • এই লোনের ক্ষেত্রে সুদের হার খুবই অল্প।
  • MSME Loan বা এমএসএমই লোন আপনি অনলাইনে পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আপনি চাইলে Instant Loan ও পেয়ে যাবেন।
Unclaimed Money - বেনামী টাকা
  • কোনো স্বীকৃত অভিজাত প্রতিষ্ঠানের উদ্যোগপতিরা এখানে আবেদন করলে লোনের উপর আরো বিশেষ কিছু অফার দেওয়া হয়।
  • এই MSME Loan বা এমএসএমই লোন পাওয়ার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছর।
  • আবেদনকারীকে অবশ্যই নিজের একটি কোম্পানি চালাতে হবে। সেটা ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং বা কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত কোম্পানি হতে পারে।
  • নূন্যতম পাঁচ বছরের যে কোনো ব্যবসার অভিজ্ঞতা এবং তিন বছরের সংশ্লিষ্ট ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক টার্ন ওভার বা লাভ অন্তত পক্ষে ২ লক্ষ টাকা হতে হবে।
  • Udayam পোর্টালে অবশ্যই আবেদনকারীর ব্যবসার নাম এমএসএমই শংসাপত্র নথিভুক্ত থাকতে হবে।

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করবেন?

আবেদন পদ্ধতি

  • অনলাইনে আবেদনের জন্য প্রথমে MSME এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • MSME Loan তালিকা থেকে নির্বাচন করে নিন।
  • এরপর আবেদন পত্র স্ক্রিন দেখতে পাবেন। এরপর তা পূরণ করুন।
  • আবেদনপত্র ফিলাপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর MSME আপনার সঙ্গে লোনের চুক্তি করবে। চুক্তি পেপার ভালো করে দেখে নিয়ে সমস্ত Terms And Conditions এ Agree করুন। তারপর চুক্তিতে সাইন করুন।
  • আবেদনের কাজ শেষ। MSME Loan পাওয়ার জন্য অপেক্ষা করুন। সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার একাউন্টে লোনের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।

সরকারি এই MSME Loan বা এমএসএমই লোন এর সাহায্যে অনেক শিল্প দাড়িয়েছে নিজের প্রচেষ্টায়। আপনিও যদি নিজের ব্যাবসা কে প্রসারিত করতে চান এই MSME লোনের জন্য আবেদন করতে পারেন। এমন সরকারি প্রকল্প ও আরও নানা খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment