প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য Free Ration বা বিনামূল্যে রেশন ব্যাবস্থা করেছেন সেই করোনা মহামারীর সময় থেকেই। তারপরে যদিও পূজার আগেই এই রেশন ব্যাবস্থা বন্ধ হয়ে যাবার কথা ছিল কিন্ত সাধারণ মানুষদের কথা ভেবে আরো বেশ কিছু মাস ফ্রীতে রেশন পাবার সুবিধা দিয়েছে সরকার। দেশের প্রত্যেকটি ব্যক্তির রেশন কার্ড একটি প্রয়োজনীয় নথি। এই রেশন কার্ডের মাধ্যমে বেঁচে রয়েছে অনেক কোটি পরিবার।
Free Ration Scheme in West Bengal Check Details
দোকানের চেয়ে অর্ধেক মূল্যে খাদ্য দ্রব্য পাওয়ার সুবিধা ছাড়াও দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বিনামূল্যে (Free Ration) খাদ্য দ্রব্য পাওয়ার সুবিধা থাকায় অনেক পরিবারের মানুষের দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করে এই রেশন কার্ড। তবে দেশে সবকিছুর মধ্যেই দুর্নীতি লক্ষ্য করা যায়। তেমনই রেশন কার্ড নিয়ে অনেক দুর্নীতির কথা উঠে এসছিল কিছু মাস আগে।
কিছু নেতার নাম ও উঠে এসছিল দুর্নীতির তালিকায়। এছাড়া সাধারণ মানুষ পর্যন্ত এই রেশন কার্ড নিয়ে কারচুপি করা শুরু করেছে। আর এইজন্যই সরকার থেকে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করানোর কথা জানিয়েছেন এক বছরের বেশি সময় ধরে। যদিও বেশিরভাগ মানুষ লিংক করলেও এখনো অনেকেই লিংক করেননি।
এই আধার ও রেশন কার্ড লিংক করানোর অর্থ হলো এমন অনেক দেখা গিয়েছে মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল না করে সেই পরিবারের মানুষ ওই রেশন কার্ড নিয়ে প্রতিমাসে রেশন তুলে যাচ্ছে। এছাড়া যারা এই Free Ration বা বিনামূল্যে রেশন পাওয়ার মধ্যে পড়েনা তারাও এই ফ্রি রেশনে সুবিধা নিচ্ছে। এইকারনে সরকার থেকে লিংক করানোর কথা উঠে আসে।
তবে সম্প্রতি রেশন সম্পর্কিত বেশ কিছু খবর চারদিকে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যারা বেআইনিভাবে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্য রেশন তুলছেন তাদের কার্ড বাতিল করা হবে।
আবার অনেকে বলছেন যারা বেআইনিভাবে এতদিন Free Ration বা বিনামূল্যে রেশন নিয়ে গেছেন তাদের থেকে আগের রেশনের টাকা আদায় করা হবে।
রেশন কার্ড হোল্ডারদের জন্য সুখবর! 1 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে লোন ও 1 হাজার টাকা ভাতা দেবে সরকার।
তবে সরকারের তরফে এমন কোন ঘোষনা হয়নি। সরকার বলছে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি যে অযোগ্যদের রেশন কার্ড জমা দিতে হবে। রেশন কার্ড বাতিল করার মতন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে রেশন কার্ড যাচাইকরণ পদ্ধতি চলতেই থাকে সারাবছর ধরেই। যাতে কেউ বেআইনি ভাবে রেশন নিতে না পারে।
যোগ্য ব্যক্তিই যেন Free Ration বা বিনামূল্যে রেশনের সুবিধা নিতে পারে। আর তাই আধার ও রেশন কার্ডের লিংক করানোর ঘোষনা হয় মাঝে মাঝে। সরকার থেকে বলা হয়েছে রেশন কার্ড বিতরণ ও সাবধানের ক্ষেত্রে ২০১৪ সালের নিয়মাবলীই বজায় থাকবে। তবে সরকারের নির্দেশ অনুযায়ী রেশন কার্ড হোল্ডার যদি প্রয়োজনীয় নথি জমা দিতে না পারেন সে ক্ষেত্রে তার রেশন কার্ড বাতিল হতে পারে।
আধার কার্ড নিয়ে চূড়ান্ত সতর্কতা। 5 দিনের মধ্যে এই কাজ না করলে বাতিল হবে আধার কার্ড।
মৃত ব্যক্তির রেশন কার্ড ব্যবহার করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে একাধিক রেশন কার্ড থাকলে সরকার রেশন কার্ড বাতিল করে। তাই আপনি যদি Free Ration বা বিনামূল্যে রেশন বা ফ্রি রেশনের সুবিধা পাওয়ার যোগ্য হন তাহলে নিশ্চিন্ত থাকুন। ফ্রি রেশনের সুবিধা গ্রহণ করুন।
Written by Shampa Debnath.