রাজ্যে আবারও চাকরির পরীক্ষার খবর। যে সমস্ত মহিলারা Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। আবারও এবছর রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ হতে চলেছে অঙ্গনওয়ারী কর্মী। জেনে নিন আবেদন পদ্ধতি সহ আরও নানান তথ্য। এমন আরও পরীক্ষার খোঁজ পেতে এই পেজ ফলো করে সাথে থাকুন।
ICDS Anganwadi Recruitment 2024 Apply Now
পদের নাম
সম্প্রতি জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা Anganwadi Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
মোট নিয়োগ
রাজ্যে মোট ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। আর প্রতিটি জেলার মধ্যেই ভাগ করে নিয়োগ হবে। নিয়োগ সংস্থা ICDS Anganwadi Paschim Bardhaman.
বয়সসীমা ও বেতন
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা Anganwadi Recruitment এর এই পদের জন্য আবেদন করতে হলে ১৮ থেকে ৬৫ বছরের মধ্য হতে হবে। বেতন দেওয়া হবে আপনাদের প্রতিমাসে ৮,২৩০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা
মাত্র মাধ্যমিক পাশেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষিত হলেও আপনি আবেদন যোগ্য।
বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা Anganwadi Recruitment এর এই পোস্টটি paschimbardhaman.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
মার্চ মাসে টানা 9 দিন ছুটি! বন্ধ থাকছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। ঠিক কি কারণে ছুটি এতদিন?
নিয়োগ পদ্ধতি
এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা Anganwadi Recruitment এর জন্য দুটি ধাপে পরীক্ষা হবে। একটা লিখিত পরীক্ষা অন্যটি ইন্টারভিউ। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারিউয়ের জন্য ডাকা হবে। এরপর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এটি অফলাইন আবেদন প্রক্রিয়া। এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা Anganwadi Recruitment এর বিজ্ঞপ্তি পাওয়া গেছে paschimbardhaman.gov.in পোর্টালে। আপনি আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তি পড়ুন। তারপর আবেদন ফ্রম টি A4 পেপারে প্রিন্ট আউট করে নিন।
ভোটের আগে রাজ্যের জেলায় জেলায় প্রচুর সিভিক ভোলান্টিয়ার নিয়োগ। এইভাবে আবেদন করুন।
তারপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে যে সমস্ত নথি চেয়েছে সেগুলো সংযুক্ত করে বিজ্ঞতিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন নির্দিষ্ট সময়ের পূর্বে। তাহলেই আবেদন সম্পন্ন হবে। আপনি যদি পরীক্ষা সংক্রান্ত আরও কিছু জানার থাকে তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়েই তারপর আবেদন করুন।
Written by Shampa debnath.