Atal Pension Yojana – ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বড় চমক! চাকরি না করেই প্রতিমাসে পাবেন 5000 টাকা।

সামনেই লোকসভা ভোট। আর কেন্দ্র থেকে রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক প্রকল্প এনে চমকে দিচ্ছেন। প্রধানমন্ত্রী এবারের প্রকল্প (Atal Pension Yojana) এনেছেন সিনিয়র অর্থাৎ বয়স্ক নাগরিকদের জন্য। আপনিও যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন আর সিনিয়র নাগরিক হয়ে থাকেন এই সুবিধা আপনিও পেতে পারবেন। জেনে নিন কিভাবে করবেন আবেদন।

Atal Pension Yojana Scheme for Senior Citizen

প্রকল্পের নাম
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বয়স্ক নাগরিকদের জন্য যে পেনশন স্কিম চালু করেছেন তার নাম হলো Atal Pension Yojana বা অটল পেনশন যোজনা।

কারা আবেদন করতে পারবেন
১৮ থেকে ৪০ বছরের মধ্যে এই Atal Pension Yojana বা অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে হবে।

এই প্রকল্পের উদ্দেশ্য
যে সমস্ত ব্যক্তি সরকারি চাকরি করেন তারা বার্ধক্য বয়সে পেনশন পান এছাড়া যারা কৃষিকাজ বা দিনমজুর কিংবা ছোট খাটো ব্যাবসা করেন তারাও বয়স্ক কালে কিছুটা আয়ের সুযোগ পান। এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে বয়স্ক নাগরিকদের সাহায্যের জন্যই। বৃদ্ধ বয়সে তাদের যাতে কোনরকম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে না হয় সেইজন্য প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana চালু করেছেন।

এটা মূলত একটি পেনশন স্কিম। যে কোনো ব্যক্তি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এই Atal Pension Yojana বা অটল পেনশন যোজনা স্কিমের জন্য নাম নথিভূক্ত করতে পারবেন। তবে যারা আয়কর দিয়ে থাকেন তারা একমাত্র এই স্কিমে নাম নথিভূক্ত করতে পারবেন না।

স্কিমের নিয়ম
Atal Pension Yojana বা অটল পেনশন যোজনার লক্ষ্য হলো কোনো ব্যক্তি যেন ৬০ বছর বয়সের পরে মাসিক ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পেতে পারেন। তারজন্য আপনাকে কিছু টাকা জমা করতে হবে এই স্কিমে। যত পরিমাণ টাকা আপনি জমা করবেন তার ওপর নির্ভর করবে পেনশনের পরিমাণ।

আপনিও যদি নিজের বার্ধক্য সময়টা সুরক্ষিত করতে চান এবং এই প্রকল্পের অধীনে ৫০০০ টাকার সুবিধা নিতে চান তবে এখানে জেনে নিন যে আপনাকে কোন বয়সে মাসিক কত টাকা দিতে হবে, যাতে ৬০ বছর বয়সে আপনি মাসে ৫০০০ টাকা অবধি পেতে পারেন।

স্বাস্থ্য সাথী কার্ড থাকলেই পাবেন আরও বেশি সুবিধা। সরকারের নতুন সিদ্ধান্ত।

অটল পেনশন যোজনার শর্ত

  • প্রথমত, আপনার নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
  • বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে নাম নথিভূক্ত করার জন্য।
  • এই বছর গুলোতে টাকা জমানোর ফলে ৬০ বছরে পেনশন পাবেন।
  • আপনি এই প্রকল্পের জন্য মাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক পর্যায়ে টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন।
  • আপনি যদি মাসিক পর্যায় নির্বাচন করেন তবে আপনাকে প্রতি মাসে বয়স অনুসারে টাকা জমা দিতে হবে, যদি আপনি ত্রৈমাসিক বিকল্পটি বেছে নেন তবে প্রতি তিন মাস অন্তর টাকা জমা দিতে হবে।
  • এবং আপনি যদি অর্ধ-বার্ষিক বিকল্পটি চয়েস করেন তবে প্রতি ছয় মাসে টাকা জমা দিতে হবে।
  • আপনার জমানো অর্থ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং পেনশন ও ব্যাংকেই ঢুকবে।
  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট টি এই স্কিমের সাথে লিংক করতে হবে।
Pension and Gratuity - পেনশন এবং গ্রাচুইটি

কোন মাসে কত টাকা জমানো যাবে
আপনি যদি ১৮ বছর বয়সে এই Atal Pension Yojana বা অটল পেনশন যোজনা স্কিমে রেজিষ্টার করেন তাহলে ৬০ বছর বয়সে প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন। তারজন্য মাসিক হিসাবে ২১০ টাকা, ত্রৈমাসিক ৬২৬ টাকা এবং অর্ধবার্ষিকভাবে ১২৩৯ টাকা জমা দিতে হবে।

আর যদি ১৯ বছর বয়সে আপনি এই স্কিমে রেজিষ্টার করেন তবে মাসিক ২২৮ টাকা, ত্রৈমাসিক ৬৭৯ টাকা এবং অর্ধ-বার্ষিক ১৩৪৯ টাকা দিতে হবে। ২০ বছর বয়সে রেজিষ্টার করলে মাসিক l ২৪৮ টাকা দিতে হবে। তবে একটাই শর্ত ৬০ বছর অবধি নিরবিচ্ছিন্ন অবদান চালিয়ে যেতে হবে। তবেই পেনশনের সুযোগ পাবেন ।

পিএম কিষান যোজনার 16 তম কিস্তির টাকা কবে একাউন্টে ঢুকবে? কৃষক বন্ধুদের বিরাট সুখবর

বয়স্কদের জন্য এই Atal Pension Yojana বা অটল পেনশন যোজনার সুবিধা অনেকটাই আর্থিক সহায়তা দেবে বয়স্ক নাগরিকদের। বিশেষ করে দিন মজুর বা কৃষক বা ব্যাবসায়ী যারা আছেন তাদের পক্ষে বয়স্ক কালে খাটনি করা সম্ভব না। আর সেই সময় তাদের আয়ের সুযোগ থাকেনা। সেই অর্থে প্রধানমন্ত্রীর অটল পেনশন যোজনা অনেকটাই আর্থিক সহায়তা দেবে বয়স্ক নাগরিকদের। আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান এখনই আবেদন করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment