রেশন কার্ড একটি গুরুত্তপূর্ণ নথি শুধু নয়, কিছু পরিবারের এই রেশন কার্ড (Ration Card Loan) হলো দুবেলার অন্ন সংস্থানের মাধ্যম। রেশন নিয়ে কেন্দ্র সরকার অনেক রকম সুবিধা এনেছেন করোনা কালীন সময় থেকেই। রেশনে ফ্রীতে চাল, গম পাওয়া যাওয়ায় যেমন সুবিধা হয়েছে দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষদের। তবে এবার আরও বড়ো সুবিধা আনতে চলেছে রাজ্য সরকার। সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে কেন্দ্র কিংবা রাজ্য সাধারণ মানুষদের জন্য অনেক কিছুই পরিষেবা দিতে চলেছেন।
Instant Personal Ration Card Loan
দেখে নেওয়া যাক রেশন কার্ড হোল্ডারদের জন্য কি সেই বিশেষ সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। প্রত্যেক ব্যক্তির রেশন কার্ড থাকে আর যে কোন ক্যাটাগরির রেশন কার্ড হলেই এই বিশেষ সুযোগ আপনি পেতে পারবেন তবে তার জন্য আপনাকে আবেদন করতে হবে। ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে রাজ্যের সকল রেশন কার্ড গ্রাহকদের জন্য মোট ২৬ টি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
ওড়িশা রাজ্যের খাদ্য সরবরাহ ও গ্রাহক কল্যাণ মন্ত্রী এদিন অতনু সব্যসাচী নায়ক ঘোষণা করেন এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে শুধু বিনামূল্যে খাদ্র সামগ্রীর নেওয়ার সুবিধা ছাড়াও প্রত্যেক পরিবার পিছু ১০০০ টাকা করে দেওয়া হবে (Ration Card Loan). আর এই টাকা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা পাবেন।
এছাড়া যারা কোনো বড়ো ধরনের কাজ করতে গেলে লোন নিতে চান কিন্ত তেমন কোনো গ্যারান্টি না দিতে পারায় লোন দেওয়া হয়না ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের জন্য খুব সুখবর, কোনো গ্যারান্টি ছাড়াই আপনি ১ লাখ টাকার মতন লোন করতে পারবেন অর্থাৎ Ration Card Loan. জানা যাচ্ছে, প্রতি মাসে পরিবার পিছু ১০০০ টাকা করে দিতে রাজ্যের ৯৫৯.০৫ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী।
আধার কার্ড নিয়ে বড় আপডেট! বাতিল প্রায় 30 লাখ আধার কার্ড। UIDAI বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে।
রাজ্য বাজেট থেকে মোট ১,২৩৭.৭৪ কোটি টাকা এর একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকেই ১০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের মতে অনেক দরিদ্র পরিবার আছে যাদের চাল, গম বাদ দিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অনেকটাই খরচ পরে যায়। সেইজন্য এই সুবিধা অনেকটাই সাহায্য করবে সেইসব পরিবারদের জন্য (Ration Card Loan).
এছাড়া রেশন কার্ড ধারী পরিবার গুলিকে প্রতিদিন ব্যবহারের জন্য ২০ কেজি এবং ১০ কেজি মাল বহনের ক্ষমতা সম্পন্ন পাটের ব্যাগ প্রদান করা হবে। এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হচ্ছে ‘স্বয়ং’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের ১ লাখ টাকা অবধি লোন দেওয়া হবে। যাতে তারা সেই টাকা দিয়ে কোনো ছোট ব্যাবসা দাড় করাতে পারে (Ration Card Loan).
সবচেয়ে ভালো খবর এই লোন নিতে কোনো রকম সুদ প্রদান করতে হবেনা। ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। প্রকল্পের বয়স মোট দুবছর। অর্থাৎ এই দুবছরের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং লোন পরিশোধের সময় থাকবে চার বছর। তাই আপনি যদি কোনো ব্যাবসা করতে চান অতি তারাতারি আবেদন করুন লোনের জন্য।
এই লোন বাবদ রাজ্য তহবিল থেকে মোট 672 কোটি টাকা খরচ হবে বলে জানান মন্ত্রী। ওড়িশা রাজ্যের বাসিন্দা যদি হয়ে থাকেন রাজ্য সরকারের এই রেশন কার্ডের নগদ ১০০০ টাকার সুবিধা আপনার অনেকটাই সুবিধা এনে দেবে। ।সেই সাথে বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে লোনের ব্যাবস্থা করেছে সরকার তাতে অনেক যুবক যুবতী উপকৃত হবে।
Written by Shampa Debnath.