চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment. তাই আপনিও যদি এই কাজের জন্য ইচ্ছুক হয়ে থাকেন সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন মনোযোগ সহকারে। বর্তমানে চাকরির বেহাল দশায় রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের সংখ্যা কম নয়। চারিদিকে কান পাতলেই শোনা যায় ডিগ্রি অর্জন করেন ঘরে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। মাঝেমধ্যে সরকারি চাকরির খোঁজ আসলেও নিয়োগ নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। তবে আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আবেদন পদ্ধতি ।
WB ICDS Anganwadi Recruitment Online Apply
পদের নাম
ICDS অঙ্গনওয়াড়ি বা ICDS Anganwadi Recruitment এ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এ কর্মী ও সহায়িকা পদে নতুন করে ৩৫ হাজার ৩৯৮ টি শূন্যপদে রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ শুরু হবে।
অঙ্গনওয়াড়ি কর্মী – ২১,৪৯২টি শূন্যপদে নিয়োগ।
অঙ্গনওয়াড়ি সহায়িকা – ১৩,৯০৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
রাজ্যে মোট ১ লক্ষ ১৯ হাজার ৪৮১ টি অঙ্গনওয়াড়ি অফিস বা সেন্টার রয়েছে।
বয়স সীমা
ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এ আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
বেতন স্কেল
ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এর কর্মীদের বেতন মাসিক ৮,৩৫০/- টাকা। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রতিমাসে ৬,৩০০/- টাকা বেতন দেওয়া হয়।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি! সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কার কত বাড়ল?
শিক্ষাগত যোগ্যতা
ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এর কর্মী ও সহায়িকা দুটি পদের ক্ষেত্রে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি
দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে যার পূর্ণমান থাকবে ৯০। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবেন দুটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ
এই ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এ আবেদন করার শেষ তারিখ হলো ২০শে ফেব্রুয়ারি ২০২৪.
আবেদন পদ্ধতি
এই ICDS অঙ্গনওয়ারি কর্মী বা ICDS Anganwadi Recruitment এর আবেদনের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হল।
আবার পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।
- প্রথমে https://eapplyicdsalipurduar.in – এই ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
- নিজের সমস্ত বিবরণ যা চাইবে সেটা ফিলাপ করতে হবে।
- এরপর স্ক্যান করে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- শেষে নিজের স্বাক্ষর ও ফটো আপলোড করতে হবে।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
- একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে।
পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও সেই প্রিন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখনো পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়নি। আবেদন প্রক্রিয়া শেষ হলেই পরীক্ষার দিন ঘোষনা করা হবে। আপনি যদি এই পরীক্ষায় অংশ নিতে চান নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সন্ধানে নিয়মিত এই পেজ ফলো করে আমাদের পেজের সাথে থাকুন।
Written by Shampa Debnath.