কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অনেক রকম প্রকল্প ব্যাবস্থা করেছেন সাধারণ মানুষের জন্য। এবার আরেকটি নতুন প্রকল্প আনলেন PMMVY Scheme বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। যার ফলে উপকৃত হবে দেশের সাধারণ মানুষ। বিশেষত এটি মহিলা কেন্দ্রীক প্রকল্প। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। তবে এটি শুধুমাত্র প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হবে।
PMMVY Scheme for Pregnant Women
মূলত এই PMMVY Scheme বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার উদ্দেশ্য হলো যে সমস্ত আর্থিক পিছিয়ে পড়া পরিবারে সন্তান জন্ম হয় এবং অর্থের অভাবে সেই সদ্যজাত শিশু এবং সবেমাত্র জন্মদাত্রী মায়ের খাওয়া দাওয়ার জন্য যাতে কোনো রকম কমতি না থাকে তাই এই প্রকল্পের উদ্দেশ্য। কিভাবে আবেদন করবেন? কবে থেকে প্রকল্পে নাম নতুভুক্ত করা যাবে? প্রয়োজনীয় নথি কি লাগবে জেনে নিন একনজরে।
প্রয়োজনীয় নথি
এই PMMVY Scheme বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পে আবেদন করতে হলে গর্ভবতী মহিলার প্রথমবার নিবন্ধনের জন্য, মহিলা এবং তার স্বামীর আধার কার্ড এবং ব্যাঙ্কের পাসবুকের জেরক্স থাকতে হবে।
রাজ্য সরকারের নতুন প্রকল্প। বাংলার মহিলারা প্রতিমাসে পাবে 9000 টাকা।
প্রকল্পের অর্থ কিভাবে পাবেন
এই PMMVY Scheme বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের টাকা মোট 3 কিস্তিতে দেওয়া হবে। মোট টাকার পরিমাণ 5000 । প্রথম কিস্তিতে দেওয়া হবে 1000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 2000 টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হবে 2000 টাকা। প্রতিটি কিস্তির টাকা দেওয়া হবে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। কারণ এটি সম্পূর্ণ মাতৃত্ব কালীন প্রকল্প।
আবেদন পদ্ধতি
ASHA বা ANM এর মাধ্যমে “প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা” বা PMMVY Scheme এ আবেদন করা যাবে। এছাড়া অনলাইনেও এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তবে অনলাইনে এখনও সম্পূর্ণ আবেদন পদ্ধতি প্রক্রিয়া কীভাবে করবেন সেটা জানানো হয়নি। পরবর্তীতে সেই আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এই সুবিধা শুধু সরকারি হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য নয় কেউ বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করলেও এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প। 15000 টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
এই PMMVY Scheme বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু হলে সবচেয়ে উপকৃত হবেন দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। তাদের বাচ্চা জন্ম হওয়ার পর অনেকক্ষেত্রে সঠিক মতন খাওয়া দাওয়া সম্ভব হয়না। তাই এই অর্থ সেইসব গর্ভবতী মায়েদের অনেকটাই আর্থিক সহায়তা দেবে। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নিয়মিত এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.