রাজ্য সরকার বা কেন্দ্র সরকার জনগণের সুবিধার জন্য বিশেষ বিশেষ প্রকল্প (Swarnima Scheme) ব্যাবস্থা নিয়ে আসে। রাজ্য সরকারের অনুমোদিত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রভৃতির মাধ্যমে বাংলার জনগণ বিশেষ ভাতা পেয়ে থাকেন। মহিলাদের অনেকটাই অর্থনৈতিক স্তিথিশীলতা নিয়ে এসেছে এই প্রকল্পগুলো। তবে এবার আরেকটি নতুন প্রকল্প আনতে চলেছেন নরেন্দ্র মোদী। যাতে উপকৃত হবেন বাংলার মহিলারা। কি সেই প্রকল্প, কি সুবিধা পাবেন সব জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
New Swarnima Scheme for Women
এই প্রকলের নাম হলো স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme.
- প্রকল্পের উদ্দেশ্য
- সুবিধা ও অসুবিধা
- কারা কারা আবেদন যোগ্য
- প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদন পদ্ধতি
প্রকল্পের উদ্দেশ্য
এই Swarnima Scheme মূলত অনগ্রসর মহিলাদের জন্য করা হয়েছে। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। নিজের পায়ে স্বাবলম্বী হতে পারেন। তাই এই প্রকল্পের উদ্ধোধন করলেন প্রধান মন্ত্রী। প্রকল্প মাধ্যমে মহিলারা অনেক রকম সুবিধা পাবেন যেমন মহিলাদের সন্তানের পড়াশুনার জন্য অর্থের প্রয়োজন হলে, কোনো ব্যবসা করার জন্য, চিকিৎসা খরচ এমনকি বাড়ি তৈরির জন্য এই প্রকল্প সাহায্য করবে।
প্রকল্পের সুবিধা
এই স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme এ যারা আবেদন করবেন তাদের মূলত কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন –
১) আবেদন প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট থাকতে হবে।
২) স্বল্প সুদের হারে মেয়াদি ঋণ দেবে এই স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme এ।
৩) এই প্রকল্পে কিস্তি প্রতিমাসে দিতে হবেনা। তিনমাস পরপর কিস্তি দিতে হয়।
৪) বাড়ি তৈরি, সন্তানের লেখাপড়া ও ব্যাবসা সম্প্রসারণের জন্য আর্থিক সাহায্য পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে।
মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে প্রতি মাসে পাবেন 10 হাজার টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।
কারা কারা আবেদন যোগ্য
১) আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে।
২) আবেদনকারী মহিলার অবশ্যই ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। জেনারেল ক্যাটাগরির কেউ আবেদন করতে পারবেনা।
৩) চিকিৎসা খরচের জন্য এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন মহিলারা।
৪) সন্তানের পড়াশোনার জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
৫) বাসস্থান তৈরির জন্য এই প্রকল্প থেকে আর্থিক অনুদান পাওয়া যাবে।
৬) কোনও ব্যাবসা শুরু বা রানিং বিজনেস সম্প্রসারণের জন্য এই প্রকল্প থেকে টাকা পাবেন মহিলারা।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১) আবেদনকারীর ভোটার কার্ড।
২) আবেদনকারী মহিলার আধার কার্ড।
৩) PAN কার্ড।
৪) আবেদনকারীর স্থায়ী বাসিন্দার শংসাপত্র।
৫) ব্যাবসা করার প্রমাণপত্র।
৬) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! বিনিয়োগ করলেই কয়েক মাসেই হবে টাকা ডবল।
আবেদন পদ্ধতি
এই স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme এ আবেদন পদ্ধতি সমন্ধে কোনো তথ্য এখনো অবধি দেওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। কারন সামনে লোকসভা ভোট। তাই তার আগেই আবেদন করার সময় ও পদ্ধতি দিয়ে দেওয়া হবে। তাই আপনিও যদি স্স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme এর সুবিধা পেতে চান আরও এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.