Madhyamik Suggestion 2024 – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন এক ক্লিকে কমন প্রশ্ন দেখুন।

Madhyamik Suggestion বা মাধ্যমিক পরীক্ষার সাজেশন নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল। মাধ্যমিক পরীক্ষার দিন প্রায় এগিয়ে এলো। জানুয়ারি মাস শেষ হলেই আসন্ন স্কুল জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা মাধ্যমিক। সমস্ত পূজা পার্বণ কাটিয়ে ইতিমধ্যে পড়ুয়ারা টেস্ট পেপার সলভ থেকে রিভিশন করতেই ব্যস্ত। সবারই প্রস্তুতি পর্ব একবারে তুঙ্গে। পুজোর দিন গুলো অনেকটাই পড়াশুনা বন্ধ থাকায় এই ডিসেম্বর জানুয়ারি আসল পড়াগুলো ঝালিয়ে নেওয়ার সময়।

Madhyamik Suggestion 2024.

আর প্রত্যেক পড়ুয়া যতই সম্পূর্ণ বইটি ভালো করে পড়ুক না কেন তারা বাড়ি বা স্কুলের শিক্ষকদের থেকে Madhyamik Suggestion পেতে পছন্দ করেন। কোন প্রশ্ন গুলো একদম বেশি গুরুত্তপূর্ণ। এবার সেই চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রকাশিত হলো মধ্যশিক্ষা পর্ষদের |(WBBSE) তৈরি ভৌতবিজ্ঞান সাজেশন। এবারের পরীক্ষা হতে চলেছে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে।

আর পরীক্ষার সময় বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। এখনকার প্রশ্নপত্রের মধ্য মাল্টিপল টাইপের প্রশ্ন বেশি থাকে। আর এগুলো সঠিক উত্তর দিতে পারলে নম্বরটাও অনেক বেশি হয়। তাই দেখে নেওয়া যাক কিছু ১ ও ২ নম্বরের প্রশ্নের Madhyamik Suggestion. আর এই সকল প্রশ্নের মধ্যে থেকে এইবারের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বলেই মনে করছেন অনেকে।

Madhyamik Suggestion ১ নম্বরের প্রশ্ন গুলো হলো

১) কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
২) দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
৩) উষ্ণতার পরম স্কেল ও সেলসিয়াস স্কেল এর মধ্যে সম্পর্ক কি?
৪) কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আরেকটি নাম ‘Sweet Gas’ কেন?
৫) পরম উষ্ণতা কাকে বলে? (Madhyamik Suggestion PDF)

৬) পরমশূন্য উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের আয়তন কত?
৭) উষ্ণতা কমিয়ে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব এর থেকে গ্যাসের আন্তরাণবিক বল সম্পর্কে কি ধারণা করা যায়?
৮) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
৯) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? (Madhyamik Suggestion Download)

১০ ) কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
১১) দূরের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি না কম হয়?
১২) রোধাঙ্কের SI একক কি?
১৩) তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
১৪) আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। (Madhyamik Suggestion 2024)

১৫) তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের এর মধ্যে কোনটির মান বেশি?
১৬) কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের SI একক কি?
১৭) ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি?
১৮) তাপন মূল্যের একক কি?
১৯) বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? (Madhyamik Suggestion For All)

২০) আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়?
২১) নির্দিষ্ট তাপমাত্রায় কোন অঞ্চলের বায়ুর ঘনত্ব কিভাবে হ্রাস পেতে পারে?
২২) অন্তরাণবিক বলের ভিত্তিতে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায়?
২৩) পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অনুগুলির গতিশক্তির কি পরিবর্তন ঘটে? (Madhyamik Suggestion Physical Science)

২৪) কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের এস আই একক কি?
২৫) সেলসিয়াস স্কেলে 400 K উষ্ণতার মান কত?
২৬) ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়?
২৭) অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন কে, না গ্যাসের মধ্যে থাকা অনুদের আয়তন কে বোঝায়? (Madhyamik Suggestion)

২৮) দুটি তরল বায়ো ফুয়েল এর নাম লেখ।
২৯) চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে?
৩০) মুক্তপথ কি?
৩১) লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি?
৩২) দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয়? (Madhyamik Suggestion PDF 2024)

৩৩) গোলীয় দর্পণের গৌণ ফোকাস কি একটি স্থিরবিন্দু?
৩৪) উত্তল দর্পণ তার সামনে থাকা বস্তুর যে অসদবিম্ব গঠন করে তা খর্বাকায় না বিবর্ধিত?
৩৫) সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত?
৩৬) প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন্ বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হবে? (Download Madhyamik Suggestion)

৩৭) শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
৩৮) শূন্যস্থানে লাল ও নীল বর্ণের বেগ একই না আলাদা?
৩৯) গ্যাসের গতীয় তত্ত্বানুসারে দুটি অনুর সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ ও গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটে?
৪০) গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর।
৪১) সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন? (Madhyamik Suggestion Details)

৪২) বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়?
৪৩) চার্লসের সূত্রে ব্যবহৃত 1/273 সংখ্যাটি পদার্থের কোন প্রসারণ গুনাঙ্কের মান নির্দেশ করে?
৪৪) সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কে অভিসারী আলোকরশ্মিতে পরিণত করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
৪৫) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
৪৬) তাপীয় রোধের এস আই একক কি? (Madhyamik Suggestion)

৪৭) দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চুতি কত?
৪৮) তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
৪৯) বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাস কে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়?
৫০) বায়ুমণ্ডলে ওজনের পরিমাপ মাপার যন্ত্রটির নাম কি? (Madhyamik Suggestion)

৫১) দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
৫২) বয়েলের সূত্রে ধ্রুবক কি কি?
৫৩) খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে?
৫৪) কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোন পদার্থটির মান সর্বোচ্চ?
৫৫) CFC কোথায় ব্যবহার করা হয়? (Madhyamik Suggestion 2023-24)

৫৬) বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম
৫৭) দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।
৫৮) অবতল লেন্সে প্রতিশ্রুত রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হলে বস্তুর প্রকৃতি কিরূপ হয়?
৫৯) SI এককে R এর মান কত?
৬০) আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? (Madhyamik Suggestion)

৬১) ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও।
৬২) কোন যন্ত্রের সাহায্যে কোন পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?
৬৩) কঠিন তরল ও গ্যাস এই তিন ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অনুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম?
৬৪) একটি বিকল্প শক্তি উৎসের নাম লেখ?
৬৫) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

৬৬) দীর্ঘ সৃষ্টি প্রতিকারকের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
৬৭) সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
৬৮) বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও।
৬৯) কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস, গ্যাসটি কি? একে ‘Firedamp’ বলে কেন?

৭০ ) বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 এর শতকরা ভাগ কত?
৭১) কাছের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের কিরূপ পরিবর্তন হয়?
৭২) গ্রিন হাউস গ্যাস গুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে?
৭২) আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কোন অঙ্গীকারটির জন্য আদর্শ গ্যাসের চাপ একই শর্তে বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হয়? (Madhyamik Suggestion For Students)

Madhyamik Suggestion ২ এবং ৩ নম্বরের প্রশ্ন গুলো

১) প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝায়?
২) গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো।
৩) গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও।
৪) উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? (Madhyamik Suggestion)

৫) উত্তল দর্পণের ব্যবহার লেখ।
৬) কোন গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে?
৭) অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
৮) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ।
৯) দৃশ্যমান বর্ণালী কাকে বলে? (MCQ Madhyamik Suggestion)

১০) আলুর কেন্দ্র কাকে বলে?
১১) লোহিত রক্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে NTP তে 11.2 LH2 গ্যাস পেতে হলে কত পরিমান আয়রন প্রয়োজন হবে?
১২) তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন?
১৩) কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়? (Madhyamik Suggestion)

১৪) একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে?
১৫) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
১৬) শর্ট সার্কিট বলতে কী বোঝো?
১৭) পরিপূরক বর্ণ কাকে বলে?
১৮) 1 g N2 গ্যাসে অনুর সংখ্যা কত? (Madhyamik Suggestion)

১৯) অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত কর।
২০) শুদ্ধ বর্ণালী কাকে বলে?
২১) অশুদ্ধ বর্ণালী কাকে বলে?
২২) CGS পদ্ধতিতে ও SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি?
২৩) ট্রপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি? (Madhyamik Suggestion)

২৪) জৈবগ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? বায়ো গ্যাসের উপাদান গুলি লেখ।
২৫) বর্ণালীর উপাদান গুলি কি কি?
২৬) বর্ণালী কাকে বলে?
২৭) কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5 এর অর্থ কি?
২৮) প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝায়?

২৯) জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো?
৩০) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কি একই হবে? এদের মধ্যে সম্পর্ক লেখ।
৩১) মুখ্য ফোকাস কাকে বলে?
৩২) ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?
৩৩) আলোর সাপেক্ষে লঘু ও ঘন মাধ্যম বলতে কী বোঝো? (Madhyamik Suggestion For All Students)

৩৪) পরমশূন্য উষ্ণতা কে পরম বলা হয় কেন?
৩৫) দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
৩৬) আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অনুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো।
৩৭) দৈনন্দিন জীবনে সৌর কোষ ও সৌর প্যানেলের ব্যবহার গুলি লেখ। (Madhyamik Suggestion)

৩৮) লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? এর একক কি?
৩৯) তরলের আপাতপ্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
৪০) প্রতিসরণের দুটি সূত্র বিবৃত করো।
৪১) একবর্নীও বহু বর্ণী আলো বলতে কী বোঝায়?
৪২) নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে?

৪৩) পরম শূন্য উষ্ণতা কাকে বলে?
৪৪) অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
৪৫) গাড়ির কুয়াশা ভেদি আলো হলুদ হয় কেন?
৪৬) দর্পণের উন্মেষ বলতে কী বোঝো? (Madhyamik Suggestion)

৪৭) উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম উষ্ণতা কি?
৪৮) সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
৪৯) আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝায়?
৫০) প্রাথমিক বর্ণ ও গৌণ বর্ণ এর সংজ্ঞা দাও।

৫১) পরিবাহীর রোধের উপর চাপের প্রভাব কি?
৫২) স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃতি কর এর গাণিতিক রূপটি লেখ?
৫৩) অদৃশ্য আলো বলতে কী বোঝায়? উদাহরণ দাও। (Madhyamik Suggestion)

Oasis Scholarship 2023 (ওয়েসিস স্কলারশিপ ২০২৩)

আপাতত এখানে প্রচুর প্রশ্ন রয়েছে ভৌত বিজ্ঞানের। আর এই প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন যদি পড়ে যাওয়া যায় পরীক্ষা হলে অনেকটাই কমন পড়বে আশা করা যায়। মাল্টিপল প্রশ্নের (MCQ Questions) সব সঠিক উত্তর দিতে পারলে হাফ নম্বরই উঠে আসে। আর বাকি থাকে বড়ো ধরনের প্রশ্ন। সেগুলো ঠিক মতন উত্তর দিলেই ভৌত বিজ্ঞানের নাম্বার তোলা খুব একটা টাফ নয়।

তাই খুব ভালো করে খুঁটিয়ে বই পড়ে আর এই সাজেশন (Madhyamik Suggestion) গুলো চোখ বুলিয়ে নিলেই পরীক্ষা হলে খুব একটা টেনশনে পড়তে হবেনা বলেই মনে হয়। সবার পরীক্ষা খুব ভালো করে হোক আর আমাদের এই পেজে মাধ্যমিক সংক্রান্ত আরও নিত্য নতুন আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন এই পেজে। এই ধরনের আরও সাজেশন আপনারা আমাদের সাইটে আগামীদিনে পেয়ে যাবেন।
Written by Shampa Debnath.

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ। ফেল করলেও পাশ করার সুযোগ।

Leave a Comment