সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে Dearness Allowance বৃদ্ধির দাবি জানিয়ে রাজ্য সরকারের প্রতি যে বিক্ষোভ, মিছিল, মিটিং থেকে শুরু করে কোর্ট অবধি পৌঁছিয়েছে তার অবসান এখনো অবধি হয়নি। এদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে চলেছেন কেন্দ্র সরকারি কর্মীদের জন্য। অন্যদিকে একাধিকবার বিক্ষোভের দাবি জানালেও রাজ্য সরকার তাদের কথায় অনড় জায়গায় রয়েছেন।
Dearness Allowance News For Government Employees In Kerala.
সম্প্রতি শোনা যাচ্ছে, কেরল রাজ্য বাম শাসকের অন্তর্গত। আর কেরল সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কেরলের সরকারি কলেজের টিচারদের জন্য কোনো রকম DA এখন বাড়ানো হবে না। সরকারি কলেজের টিচাররা অনেকদিন যাবৎ কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্ত কেরল সরকার (Government Of Kerala) স্পষ্ট বার্তা দিয়েছেন এই মুহূর্তে কোনভাবেই DA বৃদ্ধি করা সম্ভব নয়।
কেরলের অর্থদপ্তর (Finance Ministry) একটি আদেশ জারি করেছেন, সেখানে একটি বিবৃতিতে জানানো হয়েছে যদি সরকারি কলেজের শিক্ষকদের কেন্দ্রীয় হারে Dearness Allowance বাড়ানো হয় তাহলে সরকারে ৭৫০ কোটি টাকা খরচ হয়ে যাবে। আর এই মুহূর্তে কেরল সরকারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভবপর হবে না। এমন স্পষ্ট বার্তায় স্বভাবতই কেরল শিক্ষকদের মনের আশা আশাহত হয়েছে।
কারণ কিছু রাজ্যে কেন্দ্রীয় হারে Dearness Allowance বাড়ানো হয়েছে। তাই কেরল রাজ্যেও বাড়ানো হবে এমনটাই আশা করেছিলেন কলেজের অধ্যক্ষরা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে কলজের অধ্যক্ষরা বাড়তি DA না পেলেও অন্যান্য সরকারি কর্মীরা বাড়তি DA পাবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুধু কলজের অধ্যক্ষ আর পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর হবে না।
কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance এর পরিমাণ ৪২ শতাংশ। আর সরকারি কলজের অধ্যক্ষরা ১৭ শতাংশ DA পায়। আর পেনশনভোগীরাও ১৭ শতাংশ DA পায়। তাই এতটা পরিমাণ DA বাড়ানো কোনোভাবেই সম্ভবনা। অনেকটাই চাপ পড়ে যাবে কেরল রাজ্য সরকারের। অন্যদিকে কেরল রাজ্যের সরকারি কর্মীদের মতনই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে সরব রয়েছেন এখনও।
স্টেট ব্যাংকের এই স্কিমে সর্বকালের উচ্চ রিটার্ন। আজই বিনিয়োগে বেশি সুবিধা।
কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তরফে কোনো মত প্রকাশ হয়নি। তবে কি কেরল রাজ্যের মতনই কি পশ্চিমবঙ্গ সরকার সুস্পষ্ট বার্তা দিয়ে দেবেন কি মহার্ঘ্য ভাতা নিয়ে? এই নিয়ে অনেকেই অপেক্ষায় রয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের Dearness Allowance মামলা আর কেরলের মামলার মধ্যে অনেক পার্থক্য আছে। এবারে এই মামলায় সুপ্রিম কোর্টে কি শুনানি হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।
Written by Shampa Debnath.
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। আদালতের নির্দেশ! চলতি মাসেই