New Govt Scheme – রাজ্য সরকারের এই প্রকল্পে 1500 টাকা পাবেন, মাসের শুরুতেই আবেদন করুন।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে (New Govt Scheme) প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে অনেক দিন আগেই জানানো হয়েছিল। কিন্তু সঠিক তথ্য না থাকার জন্য আমরা অনেকেই এই প্রকল্পে (New Govt Scheme) এতদিন আবেদন করতে পারিনি। রাজ্য সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী। তেমনি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ প্রকল্প হলো বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa).

New Govt Scheme Apply Process Online.

রাজ্য সরকার এই প্রকল্প ২০১৩ সালে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে আসে। রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে (New Govt Scheme) নাম নথিভূক্ত করতে পারবেন। তবে কোনো সরকারি কর্মচারী এই ভাতা পাবেন না। তবে কেউ পড়াশুনা করতে থাকলে কিংবা অষ্টম পাশ করে পড়াশুনা ছেড়ে দিলেও এই ভাতা পাবার জন্য সে উপযুক্ত বলে ধরা হবে।

মাসে মাসে তার New Govt Scheme এর মাধ্যমে একাউন্টে ১৫০০ টাকা করে ঢুকবে। স্বভাবতই বেকার যুবক যুবতীদের কাছে অনেকটাই আর্থিক সংস্থানের জায়গা এটি। বর্তমানে সরকারি চাকরির যে বেহাল অবস্থা, তাতে ঘরে ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও বেকার হয়ে বসে থাকতে হয় যুবক যুবতীদের। এছাড়া তারা অনেক সময় উচ্চ শিক্ষিত হয়েও নিম্ন মানের চাকরি করতে বাধ্য হয় টাকার জন্য।

এই অবস্থায় রাজ্য সরকারের এই New Govt Scheme অনেকটাই আর্থিক ভরসার জায়গা। অনেক পরিবার আছে যারা অর্থের অভাবে পড়াতে পারেনা। তাদের ক্ষেত্রেও এই ভাতা অনেকটাই কাজে লাগবে। এছাড়া যারা স্কলারশিপ বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তারাও এই প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারবেন। আশা করা যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে এই New Govt Scheme অনেকটাই আশানুরূপ ফল দেবে।

অনেকেই হয়তো এই New Govt Scheme আবেদন করেছেন কিন্ত এখনো যারা করেননি তাদের জন্য আরেকবার জানিয়ে দেওয়া যাক কি কি লাগবে আবেদন করতে ও কিভাবে আবেদন করবেন এছাড়া কারা আবেদনের যোগ্য :-
আবেদন করতে হলে – আবেদনকারীর বয়স হতে হবে ১৮ -৪৫ বছরের মধ্যে, তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে তবে উচ্চশিক্ষিত হলেও চলবে, কিন্ত অবশ্যই তাকে বেকার হতে হবে।

New Govt Scheme Yuvashree Scheme আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট:-
১) নাম ও জন্ম তারিখের প্রমাণ পত্র।
২) বসবাসের প্রমাণপত্র।
৩) জাতিগত শংসাপত্র।
৪) প্রতিবন্ধী সার্টিফিকেট।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র। কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আপনাকে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে।
  • এরপর New Enrollment এ ক্লিক করুন।
  • পরবর্তী পেজে T&C এ ক্লিক করে আবেদন ফর্ম পেজটিতে আসুন।
  • সঠিক ভাবে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি উল্লেখ করে আবেদন ফর্মটি ফিলাপ করুন। আর ডকুমেন্টস গুলো Upload করুন।
  • অবশেষে Final Submit করলেই আবেদন হয়ে যাবে, এরপর কিছুদিনের মধ্যে রেজিস্টার মোবাইল নাম্বারে Id & Password চলে আসবে। এছাড়াও Status Check অপশনে ক্লিক করে New Govt Scheme Status Check করতে পারবেন।
Nikon Scholarship (নিকন স্কলারশিপ)

এখনো অবধি যারা আবেদন করেছেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা কিভাবে চেক করবেনঃ-
১) প্রথমে Employment Bank অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এবার View Your Name Under Employment Bank And Yuvasree এই লেখাটিতে ক্লিক করুন।
3) এরপর Temporary EB নম্বর বসান।
4) সবশেষে Submit অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত হয়েছে কিনা দেখতে পারবেন। ওখানেই জেনে যাবেন কত নম্বর ফর্ম সাবমিট করতে হবে (New Govt Scheme).

টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে পর্ষদের বড় ঘোষণা। পরীক্ষার্থীরা আজই জানুন।

যদি আপনি এখনও এই New Govt Scheme নিজের নাম নথিভূক্ত করেননি তাহলে তারাতারি আবেদন ফ্রম ফিলাপ করুন। আর রাজ্য সরকারের এই বেকার ভাতার সুবিধা উপভোগ করুন। আর আপনারা এই প্রকল্পে এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই সুবিধা পেতে পারবেন। আর আপনারা এই সম্পর্কে আগের থেকে জানতেন? নিচে কমেন্ট করে অবসসই জানাবেন।
Written by Shampa Debnath.

দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই

Leave a Comment