RBI New Rules on Minimum Balance For All Banks.
আজকাল ব্যাংকে অ্যাকাউন্ট (Bank Account) নেই এমন ব্যক্তি বিশেষ দেখা যায়না। আর সেই ব্যাংকে Minimum Balance বা নুন্যতম টাকা রাখার নিয়ম ও রয়েছে। সেই নিয়মের পরিবর্তন ও করা নিয়ম চালু করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ অন্ডিয়া তথা RBI.
যে যেমন ইনকাম করুন না কেন তার উপার্জনের কিছুটা অংশ বাঁচিয়ে ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস (Minimum Balance on Savings Account) করেন। তার কারণ এখানে সেভিংস করলে টাকা সুরক্ষিত থাকবে আর তার সাথেই ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। যেটা ঘরের মধ্যে রাখলে বাড়বে না। তাই প্রত্যেক ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এখন প্রায় প্রত্যেকটি ব্যাংক অনেক বেশি করে সুদ প্রদান করে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে। তাই আরও বেশি করে মানুষের ঝোঁক বেড়েছে এই ফিক্সড ডিপোজিটের ওপর।
কিন্ত ব্যাংক অ্যাকাউন্টে (Savings Account) একটা নুন্যতম টাকা (Minimum Balance) রাখতে হয় সেটা না হলে ব্যাংক থেকে একটা পেনাল্টি চার্জ করা হয়। অনেকেই বলেন বিনা কারণে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এই অভিযোগ প্রায় শোনা যায়। এবার এই জন্য Reserve Bank of India থেকে কিছু নিয়ম করা হলো যাতে গ্রাহকদের সুবিধা হবে।
সেভিংস অ্যাকাউন্টের কথা বলতে গেলে সাধারণত ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) 1000 – 3000 টাকা পর্যন্ত থাকতে হয়। গ্রামের দিকের শাখাগুলিতে অনেক ব্যাঙ্কের এই সীমা ২,৫০০ টাকা। তবে জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স (Zero Balance Savings Account) থাকা অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকার প্রয়োজন নেই। তবে যে ব্যাংক অ্যাকাউন্ট হোক না কেন একটা বেসিক Minimum Balance টাকা রাখা উচিত। যদি কেউ এটি না করে তবে ব্যাংক কর্তৃক টাকা কাটা হয়।
কিন্ত সাধারণ মানুষ অনেকেই জানেন না আর বি আই এর নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক কোনো ব্যক্তির অ্যাকাউন্টে যদি বেসিক টাকা নাও (Minimum Balance) থাকে কোনো ব্যাংক নিজের থেকে কারোর অ্যাকাউন্ট সিজ করতে পারেনা। অর্থাৎ কারোর অ্যাকাউন্ট থেকে টাকা জরিমানা মারফত কেটে নিয়ে শূন্য ব্যালেন্স করে দিতে পারেনা। এই অধিকার ব্যাংকের নেই।
এই মুহুর্তে শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয়, সাফ জানিয়ে দিলো রাজ্য সরকার।
তাই সাধারন গ্রাহকদের নিশ্চিন্ত এই কথা শুনে নিশ্চই হবে। এখন আর বেসিক টাকা অ্যাকাউন্টে থাকলেও টাকা কেটে নেওয়ার মতন উৎকণ্ঠা আর থাকবে না বললেই চলে। কোনো ব্যক্তি তার নিজের ক্ষমতা অনুযায়ী যতটা পরিমাণ টাকা রাখতে পারেন। এবং তুলে নেওয়ার পরও যেটুকু অবশিষ্ট থাকবে সেটা নিয়েও নিশ্চিন্তে থাকতে পারেন।
Written by Shampa Debnath.