Bank Holiday – চলতি মাসে টানা 6 দিন বন্ধ থাকবে ব্যাংক, আজই সারুন সব কাজ, নইলে পস্তাবেন।

Bank Holiday in November.

অক্টোবরের ন্যায় নভেম্বর মাসেও (Bank Holiday) রয়েছে একগুচ্ছ ছুটি। কারণ এই মাসেই পড়েছে দীপাবলি, ধনতেরাস, ভাইফোঁটা ও গুরু নানকের জয়ন্তী ও ছট পূজার মত উৎসবগুলো। তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি অফিস যেমন বন্ধ থাকবে তেমনি ব্যাংকগুলো ও বন্ধ থাকবে। এই নভেম্বরে পরপর ৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। ১০ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বর অবধি ব্যাংক বন্ধ থাকবে। তাই আপনার জরুরী কাজ থাকলে সেরে নিন। এই সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার কারণ এই দুইদিন ব্যাংক খোলা থাকবে।

পশ্চিমবঙ্গের ছুটির তালিকা ২০২৪ ডাউনলোড করুন, এখানে ক্লিক করুন।

RBI প্রত্যেক অঞ্চলের বিশেষ উৎসবের জন্য সেই জায়গার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেন। এবারও আর বি আই নভেম্বরের ব্যাংক বন্ধের তালিকা অনুসারে, নভেম্বরের ছুটির মধ্যে রয়েছে ধনতেরাস, রূপ চৌদাস, দীপাবলি এবং অন্যান্য উৎসবের সাথে শনি ও রবিবারের ছুটি আছে। নভেম্বর মাসে পড়ছে মোট ৪ টি রবিবার।

পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা। DA আন্দোলনের সুফল। পুরো দাবী না মিটলেও আংশিক পূরণ।

রাজ্যের উপর নির্ভর করে, সমস্ত সরকারী ছুটির দিন (Bank Holiday) এবং কিছু আঞ্চলিক ছুটির দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। আঞ্চলিক ছুটি রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি রাজ্যের উৎসব আলাদা, তাই এই ছুটির সংখ্যা বাড়তে বা কমতে পারে। ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর, ৬ দিন কোন রাজ্যে কোনদিন ছুটি থাকবে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

১০ই নভেম্বর – মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের সময় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১১ই নভেম্বর – দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।
১২ই নভেম্বর – রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

১৩ই নভেম্বর – আগরতলা, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, কানপুর, লখনউতে গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা/দিওয়ালি/দীপাবলির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৪ই নভেম্বর – দিওয়ালি (বালি প্রতিপদ) / বিক্রম সংবত নববর্ষ / লক্ষ্মী পূজার কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

১৫ ই নভেম্বর – ভাইফোঁটা / চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/নিঙ্গল চাক্কুবা/ভ্রাত্রী দ্বিতীয়ার কারণে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। অতএব আপনার দরকারি কাজ থাকলে এই সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সেরে নিন।

বিশেষ করে এখন যারা পেনশন পান তাদের এই নভেম্বর মাস লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাংকে (Bank Holiday) যেতে হচ্ছে। তাদের জন্য এটি খুব গুরত্বপূর্ণ খবর। জরুরী কাজ সেরে নিন। নইলে ১৫ই নভেম্বরের পর করতে হবে আবার।
Written by Shampa Debnath.

ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত বাড়ছে বেতন?

Leave a Comment