Baba Vanga predictions 2024.
বাবা ভাঙ্গা (Baba Vanga) নামেই তিনি সুপরিচিত বিশ্বে। বুলগেরিয়ায় জন্ম তার। যদিও মৃত্যু হয়েছে আজ থেকে ২৭ বছর আগে। তিনি অন্ধ ছিলেন জানা যায়। তবে জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেননা। শোনা যায় বজ্রপাতের কারণে তিনি দৃষ্টিশক্তি হারান।কিন্তু জীবদ্দশায় এই অন্ধ মহিলা এমন সব ভবিষ্যৎবাণী করেছিলেন, যা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর সেইসব ভবিষ্যৎ দেখার অলৌকিক ক্ষমতা তিনি এই অন্ধত্বের মধ্যেই পেয়েছিলেন।
তার এখনো পর্যন্ত যে সমস্ত ভবিষ্যত বাণী করেছিলেন সেগুলো হলো ৯/১১ হামলা, সোভিয়েত ইউনিয়নের পতন, চেরনোবিল দুর্ঘটনা, বারাক ওবামার মার্কিন রাষ্ট্রপতি হওয়া, ব্রিটেনের রানি ডায়নার মৃত্যু সহ আরও একাধিক ঘটনা। বিশ্বখ্যাত জ্যোতিষী বাবা ভেঙ্গা আবারও খবরে।
নতুন বছর ২০২৪ সাল আসতে আর বেশি দেরি নেই। আর সেই আসন্ন ২০২৪ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। নতুন বছর নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বাবা ভাঙ্গা (Baba Vanga). ২০২২ সালে বাবা ভেঙ্গার দুটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। ২০২৩ সালের জন্য একাধিক বিপজ্জনক ভবিষ্যদ্বাণী করেছিলেন।
প্রথমটি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তিনি বলেছিলেন, পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হতে চলেছে। বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যত বাণী অনুসারে, কিছু দেশ জৈবিক অস্ত্র নিয়ে যুদ্ধ করবে। এছাড়া অনেক দেশেই বৃষ্টি ও ঝড় হবে। যা বিপরীত আবহাওয়ার। বাবা ভেঙ্গা ২০২৩ সালকে অন্ধকার এবং ট্র্যাজেডির বছর নামকরণ করেছিলেন।
ভারত সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে- ভারত সম্পর্কে বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে এ বছরই। মার্চ ও এপ্রিল মাসে ভারী বৃষ্টিপাত হয়। এ ছাড়া বাবা ভেঙ্গার সৌর ঝড়ের ভবিষ্যদ্বাণীও সত্যি হয়েছে। পৃথিবীর চেয়ে ২০ গুণ বড় সূর্যের একটি গর্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর থেকে নির্গত বিকিরণের ক্ষতিকর প্রভাবও দেখা যাচ্ছে।
শুধু গুরুত্বপূর্ণ ঘটনাবলীই নয়। সাল ধরে সারা বছরের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্য খবরাখবরের পূর্বাভাসও দিয়ে গিয়েছিলেন এই ভবিষ্যৎদ্রষ্টা। আসন্ন ২০২৪ কি কি হতে পারে তার একটা আভাস আপনাদের জন্য এই প্রতিবেদনে। তিনি ২০২৪ সালের ৭ টি ঘটনা নিয়ে বলেগিয়েছিলেন।
১) ২০২৪ সালে অনেক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি বলে গিয়েছেন। জলবায়ুর পরিবর্তন হবে। বিশ্ব উষ্ণায়ন এবং ভূমিকম্পের কারণে পরিস্থিতি আরও খারাপ হবে। তাপমাত্রার পরিবর্তন হবে। বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৪ সালে হিমবাহ গলে যাওয়ার কারণে উপকূলীয় শহরগুলি জলে তলিয়ে যাবে। শীতল জায়গাগুলো ও গরম হতে থাকবে। এছাড়াও আরও বড়ো ঘটনা গুলো হলো-
২) বাবা ভাঙা জানিয়েছিলেন ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হবে। সেই ঘটনায় জড়িত থাকবেন তাঁরই দেশের একজন।
৩) ইউরোপের সন্ত্রাসবাদী হামলার ঘটনা আরও বাড়বে এই কথাও আগেভাগেই বলে গিয়েছিলেন তিনি। এমনকী, একটি ‘বড়’ দেশ যে জৈব অস্ত্র তৈরি করবে, সেই পূর্বাভাসও রয়েছে।
৪) ২০২৪ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট ও মন্দা দেখা দেবে। বিভিন্ন দেশের মধ্যে ভৌগলিক কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে।
৫) সাইবার হামলা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেকথাও ইন্টারনেট জমানার বহু আগে থেকেই নাকি জানিয়ে গিয়েছিলেন তিনি।
৬) বুলগেরিয়ার এই ভবিষ্যৎ দ্রষ্টা ক্যানসার এবং অ্যালঝাইমার-এর মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
৭) কোয়ান্টাম কম্পিউটিং-এ বড় ধরনের অগ্রগতি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা। উল্লেখ্য, কোয়ান্টাম মেকানিক্সের সহায়তায় অনেক জটিল সমস্যার সমাধান কম্পিউটারের থেকেও দ্রুততায় সমাধান হয়। তাই বিশ্ব আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।
সকল মানুষ বাবা ভাঙার (Baba Vanga) ভবিষ্যত বাণী কতটা মেলে সেই দিকেই তাকিয়ে আগামী বছরের জন্য। যদিও এতবছর ধরে করা ভবিষ্যত বাণীর মধ্যে মিল খুঁজে পেয়েছেন সারা বিশ্ববাসী।
Written by Shampa Debnath.
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার উপর স্থগিতাদেশ দিলো আদালত। কারো পৌষ মাস কারও সর্বনাশ।