Ration – কবে থেকে চালু হচ্ছে, জানতে হলে পড়ুন বিস্তারিত।
রেশন (Ration) দোকানগুলোর উন্নত পরিকাঠামো ও পরিষেবার জন্য খাদ্য দপ্তর থেকে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। রেশনিং ব্যাবস্থার উন্নত পরিষেবার জন্য অর্থ বরাদ্দ করতে হবে রেশন ডিলারশিপদের। তবে রেশন ডিলারশিপরা বরাদ্দ করা অর্থ পেয়ে যাবেন খাদ্য দপ্তর থেকে। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল বি এস কে সহায়তা কেন্দ্র রেশন দোকানে যুক্ত হবে কিনা আর এতে কি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে ? হ্যাঁ সাধারণ মানুষ এতে উপকার পাবেন। কারণ রেশন ডিলারদের নির্ধারিত খরচ করতে হলেও সাধারণ মানুষ বিনামূল্যেই আগের মতন রেশন পাবেন।
বিএসকে মারফত এখন রাজ্য সরকারের ৪০টি দফতরের ৩২৩টি পরিষেবা অনলাইনে মিলছে। তার জন্য কোনও টাকা লাগে না। রাজ্যজুড়ে এখন ৩৬০০টি বিএসকে রাজ্য সরকার নিজে চালায়।
তবে অন্যদিকে গোটা দেশে রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার চালানোর কথা প্রস্তাব দেন কেন্দ্র। কারণ কমন সার্ভিস সেন্টার থেকে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা অনলাইনে মেলে।
খাদ্য দপ্তরে এস আই পদে নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা হল, জেনে নিন এক্ষুনি।
তবে রাজ্য সরকার কমন সেন্টার চালু করার ক্ষেত্রে সন্তোষজনক নয়। কারণ পরিষেবা ব্যয় বহুল। নির্ধারিত ফি দিতে হবে সরকারকে। তাই বাংলা ছাড়াও কিছু রাজ্যে এই কমন সেন্টার চালু নেই। সেইসব জায়গায় বিএসকে অনুমোদিত হলে হাজার হাজার রেশন দোকানে তা চালু করা হবে বলে জানা যাচ্ছে।
কমন সার্ভিস সেন্টার চালুর জন্য কেন্দ্রীয় সরকারের চাপ রয়েছে। কিন্তু এই প্রস্তাবে রাজি নন রাজ্য। তাই খাদ্য দপ্তর থেকে বি এস কে সার্ভিস চালু করার প্রস্তাব এলে রাজ্য এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। বিএসকে চালুর ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও খরচ হবে না। তাই রেশন (Ration) দোকানে বিএসকে চালুর প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে বি এস কে ব্যাবস্থা চালু হলে রেশন (Ration) ডিলারদের কাছে কতটা লাভজনক হবে সেটা নিয়ে সংশয় আছে। এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘আমরা চাই রেশন দোকান থেকে সিএসসি এবং বিএসকে দু’টি পরিষেবারই ব্যবস্থা করা হোক।
কারণ কেন্দ্রীয় সরকার অনলাইনে ব্যাঙ্কিং এবং ডাকঘর–সহ বিভিন্ন পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে।’
এখন দেখা যাক শেষ পর্যন্ত কবে থেকে বি এস কে চালু করা হয় রাজ্যে। এই ব্যাবস্থা শুরু হলে হাজার হাজার রেশন (Ration) দোকানে সেটি কার্যকর হবে তা বোঝাই যাচ্ছে। যেহেতু রাজ্য সরকার এই প্রস্তাবকে গ্রহণ করেছে।
Written by Shampa Debnath
স্কুল এবং কলেজ পড়ুয়াদের কেন্দ্রীয় সংস্থা দিচ্ছে 10000 টাকা। যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জেনে নিন।