DA Hike News – সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, পূজোর পরেই বাড়তে চলেছে ডিএ, ডেট ফাইনাল হয়ে গেল।
DA বৃদ্ধির দাবিতে কেন্দ্র সরকারি কর্মচারীদের সাথে মিছিল মিটিং থেকে অবস্থান বিক্ষোভের সাক্ষী (DA Hike News) থেকেছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি পাবার কথা চলছিল। সেই নিয়েই এখনো সরব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আদৌ কি DA বাড়বে, কি বলছে কেন্দ্র আসুন জানা যাক ।
মোদী সরকার দশেরার পূজোর আগেই কেন্দ্রীয় সভার বৈঠকের ডাক দিয়েছেন। বৈঠকেই ডিএ বৃদ্ধির (DA Hike News) অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৫ দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মধ্যে DA পরিমাণ ঘোষনা করা হবে ।
এই কাজটি না করলে 9 কোটি পোস্ট অফিস একাউন্ট বন্ধ হয়ে যাবে। কি করতে হবে জেনে নিন।
এই খবরে কর্মীদের মনে হতাশার কালো মেঘ সরে গেছে। মনের কোণে আশার আলো দেখা দিয়েছে। অনেক অপেক্ষার অবসান ঘটবে আর কিছুদিনের মধ্যে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (DA Hike News) ৪২ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে আগের চেয়ে ৩ শতাংশ। সরকারে ঘোষণা আসার পর ১ জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে মোটা টাকা আসতে চলেছে। তাদের অথনৈতিক দিক দিয়ে অনেকটাই চাপ কমবে।
ডিএ বৃদ্ধির পর অক্টোবর মাসে বেতন বাড়বে। যেটা আগে তারা পেতেন তার চেয়ে অনেকটাই বেশি বেতন পাবেন। সেই সাথে বেতনের সহিত যুক্ত হতে চলেছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া DA । এই DA বৃদ্ধির ফলে প্রায় ৪৭ লাখ সরকারি কর্মচারী ও ৬৮ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এই অতিরিক্ত অর্থ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বোঝা থেকে কর্মচারীদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। তাদের আর্থিক চাপও অনেকটাই হ্রাস পাবে।
বর্তমানে সরকার যদি আগের থেকে আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) করে, সেক্ষেত্রে মোট মহার্ঘ ভাতা বেড়ে হচ্ছে ৪৫ শতাংশ। ২০২৩ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ৪৫ শতাংশ করে DA গণনা করা হবে। আবার পরের বছর যখন শুরু হবে অর্থাৎ জানুয়ারি থেকে নতুন হারে DA পরিমাণ আরও বাড়বে। আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেওয়া হবে আরও নতুন হারে মহার্ঘ ভাতা। তাই ২০২৪ সালের শেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা হবে ৫০ শতাংশ।
আর যখন ৫০ শতাংশ করে মহার্ঘ্য ভাতা পাবেন কর্মীরা তখন সেটি আর আলাদা করে গননা করা হবেনা। ৫০ শতাংশ DA মূল বেতনের সাথে যুক্ত করে দেওয়া হবে। যেমন কেউ যদি বেতন পান ২০০০০ টাকা তার মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ হলে তিনি ১০০০০ টাকা পাবার কথা। তখন এটি বেতনের সাথে যুক্ত হয়ে মোট বেতন হবে ৩০০০০ টাকা। আর মহার্ঘ্য ভাতা হবে শূন্য।
Written by Shampa Debnath
পুজোর আগেই পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য দারুন সুখবর। পূরণ হলো বহুদিনের বেতন বৈষম্য ও সম্মান।