Bank Holidays – এই অক্টোবরে কি পুজোর দিন গুলো ব্যাংক বন্ধ থাকবে ? থাকলে কোন কোন দিন ব্যাংক বন্ধ জানুন বিস্তারিত।
অক্টোবর মাস প্রায় দরজায় কড়া নাড়ছে। আর অক্টোবর (Bank Holidays) মানেই দূর্গাপূজা শুরু। প্রতিটি মানুষ মেতে উঠবে আনন্দে। স্কুল অফিস থেকে ছুটির আমেজ। ঘরের ছেলেরা ঘরে ফিরছে বাড়ির আপনজনদের সাথে পূজার এই দিন গুলো একসাথে কাটাবে বলে। সব কিছু তো বন্ধ থাকবে পূজার দিনগুলো। মানুষের মনে একটাই প্রশ্ন ব্যাংক ও কি বন্ধ থাকবে? যদি থাকে কোন কোন দিন বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রতি বছর ব্যাংকের জন্য ছুটির লিস্ট (Bank Holidays) করা হয়। রাষ্ট্রীয় ছুটি ছাড়াও বিভিন্ন রাজ্যের সেরা উৎসব গুলোতে ও গুরুত্বপূর্ণ দিন গুলোতে ব্যাংক সেই রাজ্য অনুসারে ছুটি থাকে। অর্থাৎ ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন উৎসবের জন্য ছুটি দেওয়া হয়। রিজার্ভ ব্যাংক এর ছুটির লিস্ট অনুযায়ী অক্টোবর মাসে ১৫ দিন ছুটি থাকবে।
এই 4টি ব্যাংক দিচ্ছে এক বছরের ফিক্সড ডিপোজিটে 10% সুদ, এমন সুযোগ হাতছাড়া করবেন না।
সাপ্তাহিক ছুটির (Bank Holidays) দিন যোগ করে ১৫ দিন ছুটি থাকবে। ছুটির দিন গুলো নিম্নে দিয়ে দেওয়া হলো যাতে আপনাদের সুবিধা হয় কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সেই অনুযায়ী কোন দরকারে ছুটির দিন ব্যতীত ব্যাংকের কাজ সেরে রাখতে পারবেন।
১লা অক্টোবর- (রোববার)
২ অক্টোবর (সোমবার)- গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে ।
৪ঠা অক্টোবর- (রোববার) সাপ্তাহিক বন্ধ
১৪ অক্টোবর – মহালয়ার জন্য পশ্চিমবঙ্গে এবং দ্বিতীয় শনিবার হওয়ার কারণে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ অক্টোবর- (রবিবার) সাপ্তাহিক বন্ধ
১৮ অক্টোবর- কটি বিহুর জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর- দুর্গা পুজোর (মহাসপ্তমী) জন্য কলকাতা, আগরতলা, গুয়াহাটি, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২২ অক্টোবর- (রবিবার) সাপ্তাহিক বন্ধ
২৪ অক্টোবর- দশেহরার জন্য হায়দরাবাদ ও ইম্ফল ছাড়া গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে
২৫ অক্টোবর- গ্যাংটকে, জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
কেন্দ্রের চাপে বন্ধ হতে পারে গরীবের ফ্রি রেশন। এবার শুধুমাত্র এরাই ফ্রি রেশন পাবেন।
২৮ অক্টোবর- লক্ষ্মী পুজো ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে ।
২৯ অক্টোবর- (রবিবার) সাপ্তাহিক বন্ধ
৩১ অক্টোবর- আহমেদাবাদে ব্যাংক বন্ধ থাকবে ।
এই ছিল রিজার্ভ ব্যাঙ্কের অনুযায়ী অক্টোবর মাসের ছুটির (Bank Holidays) লিস্ট। আপনাদের এই লিস্ট পেয়ে আশা করা যায় অনেকটাই সুবিধা হলো। ব্যাংকে কোনো বিশেষ কাজ থাকলে লিস্টের দিন গুলো বাদ দিয়ে গেলে আপনাকে ব্যাংক বন্ধ থাকার কারণে ফিরে আসতে হবেনা। আর ব্যাংক কর্মীদের ও এই অক্টোবরে অনেক ছুটি পেয়ে তারাও নিজেদের মতন সময় অতিবাহিত করতে পারবেন।
Written by Shampa Debnath