Toto service : টোটো চালানো নিয়ে সরকারের নতুন নিয়ম, এই নিয়ম লঙ্ঘন করলেই বাতিল লাইসেন্স।
বর্তমান যুগে পরিবহনের একটি সফল যান হলো (Toto service) টোটো। অল্প খরচে ভালোই চারদিক খোলামেলা এই যানটি এখন রাস্তায় বেশিরভাগ জায়গা কেড়ে নিয়েছে। রাস্তায় অটো, রিক্সার চেয়ে টোটো বেশি দেখা যায় এখন। কিন্ত সেই টোটো কে নিয়ে নতুন নিয়ম আনলো সরকার।
কি নতুন নিয়মঃ
রাজ্য সরকার থেকে বলা এই নিয়মে যে প্রত্যেক টোটো (Toto service) তে QR code থাকতে হবে। যদি কোনো টোটো তে এই QR code না থাকে তাহলে সেই টোটো র লাইসেন্স ই বাতিল করে দেবে সরকার। পরিবহন মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন QR code বিহীন কোনো টোটো কে এবার থেকে রাস্তায় দেখলে সেই টোটো বাজেয়াপ্ত করে দেওয়া হবে। লাইসেন্স বাতিল তো হবেই সাথে যে অঞ্চলে তিনি টোটো চালান সেখানকার যাত্রী ওঠানোয় কোনো অনুমতি সে পাবেনা। এমনই কঠিন নিয়মে বেঁধে ফেললেন টোটো গুলোকে।
নতুন নিয়ম করার কারণঃ
শোনা যাচ্ছিল রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে প্রায় কিছু মাস ধরে পৌরসভায় আবেদন জমা পড়ছিল সাধারণ মানুষদের তরফ থেকে। সেই আবেদনে বলা ছিলো তাদের সংশ্লিষ্ট এলাকায় চেনা টোটো ছাড়াও কিছু অবৈধ টোটো (Toto service) কে যাত্রী নিতে দেখা যাচ্ছিল। এত টোটো হয়ে যাওয়ায় রাস্তায় ঠিক মতন চলাফেরা করা যেতনা। জ্যামে পড়ে যেতে হতো সবসময়। এই আবেদনের পরিপেক্ষিতে পরিবহন মন্ত্রী একটি বৈঠক ডাকেন টোটো ডিলারশিপদের নিয়ে।
সেখানে তিনি বলেন গাড়ি বা বাইকের যেমন সরকার থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় যাতে কোন গাড়ি বা বাইক সঠিক বোঝার জন্য তেমনি প্রত্যেক টোটো তে সরকার থেকে QR code বাধ্যতমূলক করা হবে। যাতে কোন কিছু ঘটলে চিহ্নিত করা যায় সহজেই । অর্থাৎ প্রত্যেক টোটো কে সরকারি ভাবে নাম নথিভূক্ত করার জন্য এই প্রচেষ্টা।আর এই বিষয়ে প্রত্যেক পৌরসভার টোটো কে সতর্কীকরণ করার দায়িত্ব দিয়েছেন টোটো ডিলারশিপদের।
পরিবহন মন্ত্রী নিজে দাড়িয়ে থেকে এই উদ্বোধন করবেন বলে জানা গেছে। এই নিয়ম চালু করার পর যেমন রাস্তা ঘাটে যানজট অনেক কমে যাবে। তেমনি যাত্রীদের অনেক সুবিধা হবে। এছাড়া QR code বসার পরে যে কোনো টোটো কেই সহজে চিহ্নিতকরুন করা যাবে ফলে অবৈধ টোটোর হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাবে।
ঘোষনা করার পরও যদি কেউ এই নিয়ম না মেনে রাস্তায় টোটো চালান তবে সেই টোটোর লাইসেন্স বাতিল করে দেবে। এমনই কঠোর নিয়ম করেছেন রাজ্য সরকার।
তাই এবার থেকে রাস্তায় টোটো বের করার আগে QR code করানো আছে কিনা দেখে নিন।
Written by Shampa Debnath