Food Department Vacancy – রাজ্যের খাদ্য দপ্তরে পুনরায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, আগের থেকে বেশি ভ্যাকান্সি।

Food Department Vacancy – কিভাবে আবেদন করবেন জেনে নিন সঠিক নিয়ম।

রাজ্যে চাকরির আকালে যখন চাকরির প্রার্থীদের (Food Department Vacancy) চোখের ঘুম ওড়ার মতন অবস্থা ও রাজ্যে বেকারত্বের বোঝা বেড়েই চলেছে তখন সুখবর দিলো রাজ্য । খাদ্য দপ্তরে অনেক কর্মী নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি পেশ করল রাজ্য। আপনিও যদি চাকরির খোঁজ করে থাকেন তবে আর দেরি না করে আবেদন করুন সঠিক সময়ের মধ্যে।

আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে 2 বার করে, হঠকারি সিদ্ধান্ত পর্ষদের, চাপে শিক্ষার্থীরা।

দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন ও চাকরি সংক্রান্ত আরও নানান কথাঃ
খাদ্য দপ্তরে চাকরির জন্য কেমন যোগ্যতা লাগবে দেখে নেওয়া যাক।
যোগ্যতাঃ
খাদ্য দপ্তরে কর্মী (Food Department Vacancy) নিয়োগ হবে বিভিন্ন পদে। আর সেই সব পদের জন্য বিভিন্ন রকম যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন করার আগে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তারপর আবেদন করুন।

পদের শ্রেণীবিভাগঃ
বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে।
পদ গুলো হলো ১) অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
২)অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিকাল
৩)সুপারিনটেন্ডন্ট
৪)অ্যাকাউন্টেন্ট
৫)জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট

বয়স সীমাঃ
উক্ত পদ গুলোতে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এস সি ও এস টি ক্যাটাগরির ছেলে মেয়েদের ক্ষেত্রে কিছুটা বয়সের তারতম্য হতে পারে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।
বেতন স্কেলঃ
খাদ্য দপ্তরের কর্মীদের ৩৬ হাজার টাকা থেকে বেতন স্টার্ট হবে। তবে পদ ভেদে বেতনের স্কেল ভিন্ন হতে পারে।

সেবা সখী প্রকল্পের মাধ্যমে মাসে 9000 টাকা বেতনের চাকরি দিচ্ছে রাজ্য সরকার। কারা আবেদন করবেন?

কিভাবে আবেদন করবেনঃ
আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে খাদ্য দপ্তরের (Food Department Vacancy) ওয়েবসাইটে গিয়ে যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সেটি সাবমিট করে ও অন্যান্য তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে খাদ্য দপ্তরের লিংক ক্লিক করে ডাউনলোড করে নিন।
আবেদন করার শেষ তারিখ ২৪ শে সেপ্টেম্বর। তাই যদি ইচ্ছুক হন এখনই ওয়েবসাইট ভিজিট করুন
Written by Shampa Debnath

Leave a Comment