Post Office – কি এই নতুন নিয়ম জানতে হলে পড়ুন বিস্তারিত।
পোস্ট অফিসে (Post Office) সাধারণ মানুষ বিশেষ বন্ধক ছাড়াই নিজেদের অ্যাকাউন্ট চালু করতে পারেন। এই জন্য পোষ্ট অফিস সাধারণ মানুষের জন্য অতি সুবিধাজনক সেভিংস এর ব্যবস্থা। পোস্ট অফিসের আরও একটি বিশেষত্ব হলো এই যে, এখানে বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। তবে এখন পোস্ট অফিসেও ব্যাংকের নিয়ম আরোপিত হচ্ছে অর্থাৎ নূন্যতম ব্যালেন্স নিয়ে সমস্যা শুরু হয়েছে এখানেও।
নূন্যতম ব্যালান্স না থাকলে পোস্ট অফিসে (Post Office) আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। আগে নূন্যতম ব্যালেন্স ছিল 50 টাকা এবং এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 500 টাকা। 500 টাকার কম টাকা থাকলেই আপনার অ্যাকাউন্ট এ ব্যালান্স ডিডাকশন এর সমস্যা হবে। তবে টাকা তোলার ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে পোস্ট অফিস, জেনে নিন বিস্তারিত নিচের বিভাগে।
মধ্যবিত্তের হেঁসেলে ফিরলো স্বস্তি, সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমলো রান্নার গ্যসের দাম।
টাকা তোলার ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে পোস্ট অফিস –
পোষ্ট অফিস (Post Office) এর সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ফর্মে ( withdrawal) নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে গ্রাহকদের। যেমন এবার থেকে ফর্ম 2 এর বদলে ফর্ম 3 পূরণ করতে হবে। তবে পাসবুক দেখিয়ে নূন্যতম 50 টাকা তুলে নিতে পারবেন। এরই সঙ্গে এখন পোস্ট অফিসে যৌথ অ্যাকাউন্টের সদস্য দুই থেকে বাড়িয়ে তিন করে দেওয়া হয়েছে। এছাড়া পোস্ট অফিসে নবীন থেকে প্রবীণ সকল সদস্য দের জন্যই কোনো না কোনো প্রকল্পের ব্যবস্থা রয়েছে।
তবে সেই সকল প্রকল্পের পরিবর্তনের বিষয়ে এখনও পর্যন্ত কতৃপক্ষ কোনো সিদ্ধান্ত পেশ করেনি। তবে গ্রাহক যদি মাসের 10 তারিখ থেকে শেষ অবধি অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স রাখেন তবে তাদের জমানো টাকার ওপর তারা 4 শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন। প্রতি বছরের শেষের দিকে এই সুদ গণনা করা হবে। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যুতে, সেই অ্যাকাউন্ট এর বার্ষিক সুদ কেবলমাত্র চলতি মাসের শেষে প্রদান করা হবে।
ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমলো মোদী সরকার। পশ্চিমবঙ্গে দাম কত হল?