Kolkata Metro – নিত্য যাত্রীদের জন্য বড় খবর! পরপর 2 শনিবার বন্ধ থাকবে ইস্ট – ওয়েস্ট মেট্রো। জানুন কেন?

Kolkata Metro – বন্ধ মেট্রো পরিষেবা, ভগান্তিতে নিত্য যাত্রীরা।

শহরের মেট্রো লাইনগুলো (Kolkata Metro) যুক্ত করা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে। সেই অনুসারে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং এসপ্লানেড থেকে হাওড়া ময়দান এই দুটি বিচ্ছিন্ন মেট্রো পরিষেবা কে যুক্ত করতে পরপর দুই শনিবার যথাক্রমে 19 আগস্ট ও 26 আগস্ট মেট্রো চলাচল বন্ধ থাকবে ইস্ট – ওয়েস্ট লাইনে।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রীন লাইন প্রতি রবিবার করে এমনিতেই বন্ধ থাকে যাত্রী পরিষেবা। সেই জন্য শনিবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে যাতে ইন্ট্রিগ্রেডেড সেফটি চেকের জন্য মেট্রো ইঞ্জিনিয়ার রা পরপর দুটি সপ্তাহ পেয়ে যাবেন।

ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ, প্রাথমিকের নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা।

কি বলেছেন কলকাতা মেট্রো (Kolkata Metro) কতৃপক্ষ এই বিষয়ে?
কলকাতা মেট্রোর পরিষেবা বন্ধের বিষয়ে বিস্তারিত জানিয়েছে কৌশিক মিত্র যিনি কলকাতা মেট্রোর বর্তমান জনসংযোগ আধিকারিক। তার বক্তব্যে জানা গিয়েছে যে বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি অংশে ইতিমধ্যেই ট্রেন চলাচল হচ্ছে। সেইজন্য বছর ফুরোনোর আগেই কতৃপক্ষ হাওড়া এসপ্ল্যানেড লাইনে মেট্রো পরিষেবা চালু করতে চাইছেন।

এই দুই অংশ যুক্ত থাকবে বিশেষ সফটওয়্যার এবং হার্ডওয়্যার অটোমেশন এর মাধ্যমে। সেই জন্যই পর পর দুই শনিবার যানবাহন চলাচল ব্যাহত রেখে এই কাজ টি সম্পন্ন করতে চলেছে কতৃপক্ষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে কলকাতা মেট্রো কতৃপক্ষ।

2000 টাকার নোট বাতিলের পর আবার নোট বাতিল। ভোটের আগে নতুন চাল। কি জানাল RBI.

Leave a Comment