জানুন এবারের দুয়ারে সরকার শিবিরে কি কি নয়া প্রকল্পের সুবিধা মিলবে।
সরকারি অফিসে ছুটোছুটি করার দিন শেষ। হাতের নাগালে পৌঁছে গিয়েছে দুয়ারে সরকারের মতো সরকারি পরিষেবা। পশ্চিমবঙ্গের মানুষকে আর সরকারি অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হয় না। সরকারি অফিস একেবারে নেমে চলে এসেছে রাজ্যের মানুষদের দোরগোড়ায়। রাজ্যের ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই রাজ্যজুড়ে একাধিক জনমুখী প্রকল্প (State Government Social Project) বাস্তবায়িত হয়েছে। আর ২০২২ সালের ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার প্রকল্পটি (Duare Sarkar Camp) চালু হয়েছে।
যার মাধ্যমে রাজ্যবাসীরা তার হাতের নাগালের মধ্যেই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এই প্রকল্পটি দেশজুড়ে প্রশংসিত হয়েছে। কেন্দ্রীয় সরকার এর প্রশংসা করেছে। শুধু তাই নয়, ডিজিটাল ইন্ডিয়া ২০২২ এ দুয়ারে সরকার প্রকল্প প্ল্যাটিনাম পুরস্কার (Platinum Prize) পেয়েছে। আর এবার লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্য জুড়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির।
রাজ্যে ব্যাপক হারে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম, জেনে নিন নতুন রেট।
এবারের শিবিরে ৩৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সাধারণত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, লোকশিল্পীদের ভাতা সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যায়। তবে এবারের শিবিরে নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্ত হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন (Migrant Workers Registration) এবং বার্ধক্য ভাতা (Old Age Stipend) ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার শিবির।
সেই শিবিরে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। 18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সার্টিফিকেট প্রদানের কর্মসূচি চলবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই কারণেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। দুয়ারে সরকার শিবিরে গিয়ে পরিযায়ী শ্রমিকরা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
তার সঙ্গে এবারের শিবিরে বার্ধক্য ভাতার জন্য আবেদন পত্র নেওয়া হবে। দুয়ারে সরকার শিবিরের সঙ্গে রাজ্য জুড়ে পাড়ায় সমাধান প্রকল্প চালু করা হয়েছে। বহু সামাজিক সমস্যা থাকে, যা একেবারে পাড়ায় বা এলাকায় দাঁড়িয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সমাধান করতে হয়। সেই দিকে নজর দিয়েই পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাড়ায় সমাধান প্রকল্প চালু হয়েছে।
পৃথিবীর চড়া রোদ ও গরম কমাতে মহাকাশে ভার্চুয়াল ছাতা লাগাচ্ছে বিজ্ঞানীরা।