Bank Holidays – কবে কবে বন্ধ থাকবে ব্যাংক, জানতে হলে পড়ুন বিস্তারিত।
মানুষকে প্রায়শই ব্যাংকে যেতে হয়। দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু দিনে ছুটি (Bank Holidays) থাকে। সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক হল একটি। এখানেও প্রতি মাসে কিছু দিন ছুটি থাকে। ব্যাংক জরুরী পরিষেবার অন্তর্ভুক্ত হওয়ায় অনেক সময় ছুটি থাকার কারণে গ্রাহকদের অসুবিধায় পড়তে হয়। আপনারা যদি আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকা জানতে পারেন, তাহলে এই অসুবিধা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশ পেয়েছে আগস্ট মাসের ব্যাংক ছুটির তালিকা।
অবশ্য মাস শুরু হওয়ার কিছুদিন আগেই এই তালিকা বেরিয়ে যায়। এই তালিকা অনুযায়ী আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই দিনগুলো সম্পর্কে বলব। তবে খেয়াল রাখবেন জায়গা বিশেষে ছুটি ভিন্ন হয়ে থাকে।
ফ্রী রেশন নিয়ে জারি হল বড় বিজ্ঞপ্তি। মধ্যবিত্তের দুশ্চিন্তার দিন এবার শেষ, সবাই এটাই চাইছিল।
আগস্ট মাসের প্রথম রবিবার পড়েছে ৬ তারিখ। এদিন গোটা দেশের ব্যাংকে সাপ্তাহিক ছুটি (Bank Holidays) থাকবে। এরপর ৮ তারিখ গ্যাংটক এ ব্যাংক বন্ধ থাকবে। সেদিন টেন্ডং লো রাম ফাট। এটি একটি আঞ্চলিক অনুষ্ঠান। ১২ তারিখ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার। এদিন গোটা দেশের ব্যাংকে থাকবে সাপ্তাহিক ছুটি। এরপর ১৩ ই আগস্ট রবিবার পড়ায় ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে। অর্থাৎ পরপর দুদিন ব্যাংক ছুটি থাকবে। এই সময় আপনাদের যদি কোন প্রয়োজনীয় কাজ থাকে তাহলে আগাম সেরে রাখবেন।
এরপর ২ দিন পর ১৫ ই আগস্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে সেদিন। পরের দিন অর্থাৎ ১৬ ই আগস্ট মুম্বাই, নাগপুর এবং বেলাপুরে পার্সি নববর্ষ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। মনে রাখবেন নির্দিষ্ট এই তিনটি শহরেই একমাত্র ঐদিন ব্যাংক বন্ধ থাকবে। ১৮ ই আগস্ট শ্রীমন্ত শংকরদেব তিথি উপলক্ষে গুয়াহাটির সমস্ত সরকারি ব্যাংক বন্ধ থাকবে।
২০ শে আগস্ট রবিবার থাকায় গোটা দেশের ব্যাংকিং সাপ্তাহিক ছুটি (Bank Holidays) থাকবে। এরপর আবার চতুর্থ শনিবার অর্থাৎ ২৬ শে আগস্ট গোটা দেশের ব্যাংকে সাপ্তাহিক ছুটি থাকবে। তারপর ২৭ শে আগস্ট রবিবার হওয়ার কারণে গোটা দেশের ব্যাংকে পুনরায় সাপ্তাহিক ছুটি থাকবে। পরের দিন অর্থাৎ ২৮ শে আগস্ট কোচি এবং তিরুঅনন্তপুরমে ওনাম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ২৯ শে আগস্ট পুনরায় কোচি এবং তিরঅনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে। ঐদিন তিরু ওনাম উদযাপিত হয়।
৩০ শে আগস্ট রাখি উপলক্ষে জয়পুর আর শিমলায় ব্যাংক বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ ৩১ শে আগস্ট দেরাদুন, লখনৌ, কোচি, গ্যাংটক, তিরুঅনন্তপুরম ও কানপুরে ব্যাংক বন্ধ থাকবে। ঐদিন শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, রাখি উৎসব এবং পাং-লাবসোল পড়েছে।
খেলা হবে প্রকল্পে কিভাবে নাম লেখাবেন, কি কি সুবিধা পাবেন, জানিয়ে দিলো নবান্ন।