নতুন প্রকল্প Samajik Suraksha Yojana কীভাবে আবেদন করবেন।
বাংলার নতুন প্রকল্পঃ
দৈনন্দিন জীবন ধারণের জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, অথচ তাদের জীবনেই রয়েছে সম্পূর্ণ অনিশ্চয়তা। যতদিন পর্যন্ত শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন কাজকর্ম করে সংসার প্রতিপালন করতে পারবেন। আর যখনই বয়স বাড়ার সাথে সাথে শরীর আর সেই ভাবে পরিশ্রম করতে পারবে না, ঠিক তখনই শুরু হবে জীবনের সবথেকে বড় সমস্যা।
এবার সমাজের সেই সমস্ত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt.Scheme for Labour) তরফে নতুন প্রকল্প রচনা করে বাস্তবায়িত করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সেই সমস্ত শ্রমিকদের পরিবারের সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসা সহ আরো বহু সুবিধা দেবে। এবার জেনে নেওয়া যাক, এই প্রকল্পটি কি, কারা প্রকল্পের আওতায় আসতে পারবেন, কি কি সুবিধা পাওয়া যাবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
১. নতুন প্রকল্পটির নাম- সামাজিক সুরক্ষা প্রকল্প (Samajik Suraksha Yojana)
২. প্রকল্পের আওতায় আসবেন কারা:
পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক (Unorganized Sector Workers), নির্মাণকর্মী, পরিবহন কর্মীসহ অন্যান্য শ্রমিকদের জন্যই এই সামাজিক সুরক্ষা প্রকল্প তৈরি করা হয়েছে।
৩. কারা আবেদনের যোগ্য:
সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে হলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে।
পারিবারিক বার্ষিক আয় ৬৫ হাজার টাকার মধ্যে হতে হবে।
৪. কিভাবে আবেদন করবেন:
সামাজিক সুরক্ষা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.wblabour.gov.in এতে গিয়ে উপযুক্ত নথিপত্র সমেত আবেদনের ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
স্থানীয় ব্লক অফিসে গিয়েও সরাসরি আবেদন করতে পারবেন।
৫. কি কি ডকুমেন্টস লাগবে:
আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
ব্যাঙ্ক পাস বুকের জেরক্স
পরিবারের সদস্যদের নাম এবং পরিচয় পত্র
ইনকাম সার্টিফিকেট
৬. Samajik Suraksha Yojana: কি কি সুবিধা পাওয়া যাবে:
আবেদনকারী শ্রমিকের সন্তানদের পড়াশোনার খরচ দেওয়া হবে।
দুইজন সন্তানের পড়াশোনার খরচ পাওয়া যাবে।
শ্রমিকের সন্তান যদি একাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাহলে ৪ হাজার টাকা পাবেন।
দ্বাদশ শ্রেণীতে পাঠরত হলে ৫০০০ টাকা পাবেন।
আইটিআই এবং স্নাতক স্তরে পাঠরত হলে 6000 টাকা পাবেন।
স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করলে ১০ হাজার টাকা পাওয়া যাবে।
পলিটেকনিক কোর্সে পাঠরত হলেও 10000 টাকা পাবেন।
ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে।
শ্রমিকেরা আধুনিক কাজের সুবিধা পাবেন।
রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিরাট ঘোষণা, বহু দিনের দাবী পূরণ।
৭. Samajik Suraksha Yojana: চিকিৎসার সুবিধা:
শ্রমিক পরিবারের কেউ অসুস্থ হলে West Bengal Health Scheme- এর মাধ্যমে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে।
কোনো কারণে অপারেশন বা অস্ত্রোপচারের প্রয়োজন হলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পাওয়া যাবে।
হঠাৎ কোনো দুর্ঘটনায় আহত হলে 10000 টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে।
Vill-Nonagheri -P/o-Canning-p/s South 24Pgs। Pin-743329