100 দিনের কাজের টাকা একাউন্টে ঢুকেছে কিনা চেক করুন বাড়িতে বসে, জেনে নিন কীভাবে?

100 দিনের কাজের টাকা কত তারিখে টাকা ঢুকেছে তা কিভাবে জানবেন?

টাকা উপার্জনের জন্য নানা ধরণের পেশা বেছে নেন সাধারণ মানুষ। 100 দিনের কাজ ও তার মধ্যে একটি। এরপর তা প্রয়োজনমতো খরচ করেন, অনেকে আবার বেশিরভাগটাই ভবিষ্যতের জন্য, সন্তানের জন্য সঞ্চয় করে থাকেন। অবশ্য সঞ্চয়ের জন্য বেছে নেন বিভিন্ন জায়গা (ব্যাংক, পোস্ট অফিস)। তবে এখানে যেই পেশার মাধ্যমে রোজগারের কথা জানানো হচ্ছে, তা হল 100 দিনের কাজ। বর্তমানে এই কাজের মাধ্যমে রাজ্যের বহু মানুষ অন্নসংস্থান করেন। বর্তমানে তারা অপেক্ষায় বসে রয়েছেন কবে এই কাজের টাকা একাউন্টে ঢুকবে? তা জানার জন্য। সহজ পদ্ধতিতেই জানতে পারবেন এবিষয়ে।

বর্তমানে যেমন যেকোনো আর্থিক প্রকল্পে আবেদনের পর সেই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হয়। সেরকমই এই টাকাও একাউন্টে পাঠানো হয়। তবে তার আগে জেনে নিতে পারবেন, টাকা ঢুকেছে কিনা, তাও আবার বাড়িতে বসে। এর জন্য কেবলমাত্র ইন্টারনেটযুক্ত স্মার্টফোন হলেই হবে। কিছু সহজ পদ্ধতি ব্যবহার করেই জানা যাবে, এবিষয়ে।

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানুন কি জানালো আবহাওয়া দপ্তর।

তাহলে জেনে নেওয়া যাক পদ্ধতি-
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://nrega.nic.in/
নতুন পেজ ওপেন হলে 100 দিনের কাজের অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে।
‘Quick Access’ এ ক্লিক করte হবে। এরপর ‘State Reports’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজ ওপেন হলে কোন রাজ্যের জব কার্ডের টাকা চেক করতে চান, অর্থাৎ রাজ্যের নাম তা সিলেক্ট করে ‘Job Cards’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জেলা, ব্লক,গ্রাম পঞ্চায়েত এর নাম সঠিকভাবে বসিয়ে ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে।

ডিসেম্বরের মধ্যে সবাইকে PM Awas Yojana বা আবাস যোজনার টাকা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ড হোল্ডারদের জব কার্ড নম্বর ও নাম পাশে চলে আসবে। সেখান থেকে নিজের জব কার্ড নম্বর ও নাম মিলিয়ে নিয়ে, জব কার্ড নম্বর এর ওপর ক্লিক করতে হবে। নতুন পেজ ওপেন হলে সমস্ত ডিটেইলস দেখা যাবে। টাকা ঢুকেছে কিনা, কত টাকা ঢুকেছে, কোন একাউন্টে এসেছে, কত তারিখে ইত্যাদি জানা যাবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Comment