Weather Update – আজকে কলকাতার তাপমাত্রা কত?
আষাঢ় মাস শেষ হতে চললো, দেখা নেই বর্ষার। ভ্যাপসা গরমে নাজেহাল (Weather Update) হতে হচ্ছে রাজ্যবাসীকে। কিন্তু অগত্যা কাজের তাড়নায় বাড়ির বাইরে বের হতেই হয়। আবার সারাদিন অফিসে কাজ করে বাড়িতে এসেও শান্তি নেই। কারণ এই গরমে পাখাও যেন হার মেনে যায়। কবে আবহাওয়ার উন্নতি হবে? এই প্রশ্নই যেন কার্যত সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি কবে নামছে? জানাল হাওয়া দফতর।
চলতি সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গে বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থাকছে। ধীরে ধীরে ভারী বৃষ্টি হওয়ার আশংকা। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি? কবে হবে স্বস্তির বৃষ্টি? দক্ষিণবঙ্গেড় আবহাওয়ার পরিবর্তন এখনই হবে না। তবে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কবে থেকে শুরু হবে? আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না।
ভোটের পরেই ডিএ নিয়ে বড় খবর! খুশিতে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা। সবাইতো এটাই চেয়েছিল।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে?
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থাকছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টিড় সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদহেও।
ভোট গণনায় কতটা প্রভাব পড়বে?
গত ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার পালা ভোট গণনার। আশংকা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ভোট গণনায় কিছুটা প্রভাব পড়তে পারে।
তবে দক্ষিণবঙ্গে এর সম্ভাবনা থাকছে না। বরং বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পাশাপাশি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি শুক্রবারে (Weather Update) বৃষ্টির পরিমান কিছুটা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে অধিক বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে। চাষবাসেরও ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।
আজকে কলকাতার তাপমাত্রা কত? আজকে (১১ জুলাই, ২০২৩) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।