Mobile Recharge Plan – কোন কোম্পানির প্ল্যানে কি কি সুবিধা, এক্ষুনি জেনে নিন।
মোবাইল রিচার্জ করতে (Mobile Recharge Plan) গেলেই এখন কম বেশি ২০০ টাকা ধরে রাখুন। এর কমে আর এখন কোনো টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যান নেই। সমস্ত টেলিকম কোম্পানিগুলোই মানুষের পকেট কাটার জন্য একেবারে চড়া দামের রিচার্জ প্ল্যান অফার করেছে। তবে এর মধ্যেও মাঝে মধ্যে গ্রাহক ধরে রাখার জন্য যেহেতু একটা প্রতিযোগিতা চলছে কোম্পানিগুলোর মধ্যে, তাই কখনো কখনো কোম্পানি বেশ কিছু সুবিধা দিয়ে থাকে।
টেলিকম কোম্পানিগুলোর (Mobile Recharge Plan) মধ্যে বৃহৎ যে কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের তরফেও সুবিধাজনক রিচার্জ প্ল্যান অফার করা হলেও কোনোটিই ১০০ টাকার কমে নয়। অন্ততপক্ষে ১৫০ টাকার বেশি দিয়েই প্রতিমাসের হিসেবে রিচার্জ করতে হয়। আর ৩ মাসের কোনো প্ল্যান নিতে গেলে ৫০০ টাকার বেশি।
মাত্র 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার, পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের দাম কত?
ফলে এমন অনেকেই আছেন যাদের প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না। কিন্তু এই সমস্ত প্ল্যানগুলোতে একটা যথেষ্ট বেশি পরিমাণে ডেটা ব্যবহারের সুযোগ থাকে। অথচ যে সমস্ত গ্রাহকদের বেশি পরিমাণে ডেটার প্রয়োজন নেই, শুধুমাত্র কলিং বা এসএমএস এর দরকার, আর অল্প কিছু ডেটা হলেই চলে, তাদের ক্ষেত্রে এই প্ল্যান রিচার্জ করার প্রয়োজন পড়ে না। তারা যথেষ্ট সস্তায় কিছু প্ল্যান রিচার্জ করতে পারেন।
এবার দেখে নেওয়া যাক, রিলায়েন্স জিওর তরফে সেই ধরনের কি প্ল্যান (Mobile Recharge Plan) নিয়ে আসা হয়েছে, এক্ষেত্রে জানা যাচ্ছে, জিওর ভ্যালু প্যাক (Jio Value Pack Offer) অফার দেওয়া হচ্ছে। যার ফলে ৪০০ টাকার কমে রিচার্জ প্ল্যান অফার করা হচ্ছে। এবার সেই তালিকাটা একবার দেখে নেওয়া যাক:
আরও কমলো সর্ষে ও রিফাইন তেলের দাম, সোনা, পেট্রোল ডিজেলের ও দাম কমলো।
Jio Rs 155 Recharge Plan: রিলায়েন্স জিওর ৩ ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। Popular, Trending এবং Value Pack এই ভ্যালু প্যাক ক্যাটাগরিতে সাধারণ ইউজাররা যাদের বেশি পরিমাণে ডেটার প্রয়োজন নেই, তারা কম দামে রিচার্জ করতে পারেন। জিওর এই প্ল্যানের (Mobile Recharge Plan) মূল্য ১৫৫ টাকা। এক্ষেত্রে আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস এবং ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের মধ্যে Jio TV, Jio Cinema-র মতো অ্যাপের Free Subscription পাওয়া যাবে।
Jio Rs 395 Recharge Plan: ৪০০ টাকার কম মূল্যের খুব ভালো প্ল্যান এটি। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও ১০০০ টি এসএমএস এবং 6 GB Data ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। এই প্ল্যানের মধ্যেও জিও অ্যাপসের Free Subscription পাওয়া যাবে।
ফলে যে সমস্ত গ্রাহকদের প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন নেই, তারা অল্প দামের মধ্যে এই রিচার্জ প্ল্যানগুলি নিতে পারেন।