পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়া মাধ্যমিক ২০২৩ পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এই পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্দেশ্যে এর আগেই অনেক নির্দেশ দিয়েছে পর্ষদ। কিন্তু এইবার একধাপ এগিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছে অনেক বিশেষজ্ঞ মহল।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কি নির্দেশ দিল দেখুন।
WBBSE – West Bengal Board Of Secondary Education অর্থাৎ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে প্রথম চ্যালেঞ্জ হল বিনা কোন ঝামেলা ছাড়া এই পরীক্ষা সম্পন্ন করা। করোনা মহামারীর জন্য ২০২১ সালে বন্ধ ছিল পরীক্ষা কিন্তু এর আগের পরীক্ষা আয়োজনের ত্রুটি নিয়ে লোকেদের কথার সম্মুখীন হতে হয়েছে পর্ষদকে। মুলত অভিযোগ ছিল বিদ্যালয়ের সম্পত্তির লোকসান করা।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে এই বিষয় নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সকল পরীক্ষার্থীদের। ২০২৩ সালের এই পরীক্ষায় প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলেছে। সকল পড়ুয়াদের কোন ধরণের ঝামেলার সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরেও কেউ ঝামেলা করলে তার রেজাল্ট আটকে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এবারের পরীক্ষা নিয়ে যাতে কোন তর্ক – বিতর্ক না শুরু হয় সেই বিষয়ের দিকে নজর রাখা হয়েছে। পর্ষদের তরফে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল প্রধান শিক্ষকদের বলা হয়েছে – পরীক্ষা চলাকালীন নিরাপত্তা, নিরপেক্ষতা ও বিশৃঙ্খলার দিকে নজর রাখতে হবে।
পরীক্ষা কেন্দ্রে যেই সকল নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য কর্মীরা থাকবেন তারা পরীক্ষা চলাকালীন কোন ভাবেই মোবাইলের ব্যবহার করতে পারবেন না। পর্ষদের তরফে আরও জানানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত স্থানীয় থানাকে এইটা নির্দিষ্ট দিতে হবে যে, পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার জন্য শুধুমাত্র পুলিশদের নিযুক্ত রাখতে হবে।
কোন সিভিক ভলিণ্টিয়ারদের নিযুক্ত করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার অর্থাৎ কর্মকর্তা দেরকে পর্ষদের তরফে দেওয়া অ্যাপ এর ব্যবহার করতে বলা হয়েছে। প্রতি মিনিটের আপডেট পর্ষদকে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও বলা হয়েছে সকল সুপারভাইজারদের এই অ্যাপ এর মাধ্যমে প্রশ্নপত্র কেন্দ্রে কখন পৌঁছল, কে প্রশ্নপত্র আনল, কখন থেকে এর বিতরণ চালু করা হল।
সব মাধ্যমিক পরীক্ষার্থীদের বেশি নম্বর, এবার সবাই পাশ করবে, বিরাট ঘোষণা, সুখবরটি জেনে নিন।
কটা প্রশ্নপত্র বেশি বা কম হল ইত্যাদি সকল তথ্য পর্ষদকে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।