Post Office National Savings Certificate স্কিমে টাকা হবে দ্বিগুণ এবং আকর্ষণীয় রিটার্ন।

Post Office এর National Savings Certificate স্কিমের মাধ্যমে ব্যাংকের থেকেও বেশি পরিমাণ সুদ পাওয়া যাচ্ছে। ১ লা অক্টোবর ১৮৫৪ সালে অর্থাৎ আজ থেকে ১৬৮ বছর আগে ব্রিটিশ আমলে দেশে প্রথমবারের জন্য পোস্ট অফিসের স্থাপনা করা হয়েছিল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে দেশের নাগরিকদের ডাক বিভাগের সুবিধা ছাড়াও বিনিয়োগের এক নিরাপদ স্থান হিসাবে পরিচয় লাভ করেছে।

Post Office National Savings Certificate স্কিমে এইভাবে টাকা রাখুন।

Post Office National Savings Certificate বা জাতীয় সঞ্চয় শংসাপত্র এর মাধ্যমে বার্ষিক ৭% হারে আপনি সুদ পেতে চলেছেন যা ব্যাংক গুলির সুদের তুলনায় অনেক বেশি। জেনে রাখা ভাল দেশের প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদী এই স্কিমে নিজের টাকা বিনিয়োগ করেছেন। সেই জন্য এই স্কিমে আপনারা নিরাপদে বিনিয়োগ করতে পারেন। আজকে আমরা বিনিয়োগের নিয়ম, মুল্য, সময় নিয়ে আলোচনা করতে চলেছি।

পোস্ট অফিসের নতুন স্কিম মাত্র হাজার টাকা জমা দিয়ে সারাজীবন বসে খান।

Post Office National Savings Certificate স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেনঃ-
১. ১০ বছরের বেশি যে কোন ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
২. ১০ বছরের কমে কেউ বিনিয়োগ করতে চাইলে তার অভিভাবকের নামে এই স্কিমে অ্যাকাউণ্ট খুলতে পারেন।
৩. সর্বচ্চো ৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউণ্ট খুলতে পারবেন।

Post Office National Savings Certificate নুন্যতম কত টাকা বিনিয়োগ করা যাবেঃ-
১. নুন্যতম ১০০০ টাকা দিয়ে এই অ্যাকাউণ্ট খুলতে পারবেন।
২. অধিকতম জমা রাখার কোন সীমা নেই।
৩. আপনি একাধিক ন্যাশনাল সেভিংস অ্যাকাউণ্ট খুলতে পারবেন।
৪. এর সাথে পোস্ট অফিসের পক্ষ থেকে পাসবই দেওয়া হবে।
৫. ৫ বছরের জন্য আপনাকে এই স্কিমে টাকা জমা রাখতে হবে।
৬. পোস্ট অফিসের তরফে ৭% সুদ দেওয়া হবে।

Post Office National Savings Certificate কত টাকা রিটার্ন পাবেনঃ-
১. ১০০০ টাকা জমা রাখলে ৫ বছর পরে ১,৪০৩ টাকা ফেরত পাওয়া যাবে।
২. ১০,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পরে ১৪,০২৬ টাকা ফেরত পাওয়া যাবে।
৩. ৫০,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পরে ৭০,১২৭ টাকা ফেরত পাওয়া যাবে।
৪. ১ লক্ষ টাকা জমা রাখলে ৫ বছর পরে ১ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা পাওয়া যাবে।

 আলোড়ন ফেলে দিলো পোস্ট অফিসের এই স্কীম, রকেটের গতিতে টাকা ডবল।

৫. ২০ লক্ষ টাকা রাখলে ৫ বছর পরে ২৮ লক্ষ টাকার বেশি টাকা ফেরত পাওয়া যাবে।
৬. ৭% সুদের হার হিসাবে এই টাকা ফেরত পাওয়া যাবে।
৭. পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয়ের স্কিমে টাকা জমা রেখে ভাল পরিমাণে রিটার্ন পেতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment