Aadhaar Seva Kendra এর ব্যবসা কি করে করবেন দেখেনিন। ২৮ শে জানুয়ারি ২০০৯ অর্থাৎ আজ থেকে ১৩ বছর আগে দেশের সকল নাগরিকদের এক পরিচয় পত্র তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এই আধার কার্ডের সূচনা করা হয়েছিল। UIDAI – Unique Identification Authority Of India র পক্ষ থেকে আধার কার্ড এর সকল নিয়ম নির্দেশ দেওয়া হয়ে থাকে। আজকে আমরা কিভাবে আধার সেবা কেন্দ্র খুলে প্রতিমাসে রোজগার করতে পারবেন।
Aadhaar Seva Kendra র ব্যবসা কীভাবে করবেন দেখুন।
সেই বিষয়ে জেনে নেব। বর্তমানে আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ প্রতিদিন কম হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সকলেই নিজস্ব কিছু করার প্রতি আগ্রহ দেখাচ্ছে। Aadhaar Seva Kendra র মাধ্যমে আপনারা নিজে স্বাবলম্বী হয়ে রোজগার করার সুযোগ পেতে চলেছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা করে, মুনাফা পান মাসে লাখ টাকা।
Aadhaar Seva Kendra আপনি কি পরিষেবা দিতে পারবেনঃ-
১. নতুন আধার কার্ড তৈরি।
২. ভার্চুয়াল আধার কার্ড আই ডি দিয়ে দেওয়া।
৩. আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা।
৪. আধার কার্ডের অনলাইনে e-Kyc – Know Your Customar এর তথ্য আপডেট করতে পারবে।
৫. বায়োমেট্রিক অর্থাৎ ১৮ বছর বয়স উত্তীর্ণ হলে আঙুলের ছাপ, চোখের মণির ফটো তুলে আপডেট করা।
৬. আধার কার্ড লক বা আনলক করা ইত্যাদি।
৭. আধার কার্ডের Sms – Short Message Service প্রদান করা।
৮. আধার Pvc কার্ড তৈরি করা ইত্যাদি।
Aadhaar Seva Kendra জন্য কিভাবে আবেদন করবেনঃ-
১. অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।
২. www.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. Ecosystem অপশনে ক্লিক করতে হবে।
৪. Enrolment Ecosystem অপশনে ক্লিক করতে হবে।
৫. এর পরে Registars ও Enrolment Agencies এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।
৬. এই জন্য ওয়েবসাইটে গিয়ে Locate An Enrolment Center এ ক্লিক করে সকল রেজিস্টার এর নাম সিলেক্ট করে নিতে হবে।
৭. নিজের এরিয়ার পিন কোড দিলে আপনি নিজের কাছাকাছি সকল রেজিস্টার এর তথ্য পেয়ে যাবেন।
৮. সবচেয়ে বেশি CSC – Common Service Center এর মাধ্যমেই বেশি আধার সেবা কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে।
৯. Uidai এর তরফে আরও বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া আর কোন রেজিস্টার এর থেকে আধার সেবা কেন্দ্র নেওয়া যাবে না।
বছরের যে কোনো দিনে কেবল 5 হাজার টাকা বিনিয়োগে ব্যবসা শুরু করে মাসিক আয় করুন 50 হাজার টাকা পর্যন্ত।
Aadhaar Seva Kendra পরিষেবার মাধ্যমে কত টাকা রোজগার করতে পারবেনঃ-
১. আধার কার্ড ডেমোগ্রাফিক আপডেট করতে ৫০ টাকা।
২. বায়োমেট্রিক আপডেট করার জন্য ১০০ টাকা।
৩. নতুন আধার কার্ড A4 পেজ ডাউনলোড করতে ৩০ টাকা।
৪. নতুন আধার কার্ড তৈরি ও Pvc কার্ড বাড়িতে স্পিড পোস্ট এর মাধ্যমে নিয়ে আসার জন্য ৫০ টাকা ও ১৮% Gst লাগবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।