প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম বদল, আবেদনের আগে অবশ্যই সবটা জেনে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পটি ২৫ শে জুন ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশের সকল নাগরিকদের নিজের বাড়ি প্রদান করা। ২০১৫ – ২০২২ এই সাত বছর ধরে এই প্রকল্পের মাধ্যমে ৬৭ লক্ষ ৪০ হাজার বাড়ি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার চার বিভাগে ভাগ করে সকল আবেদনকারীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পদ্ধতি দেখে নিন।

EWS – Economical Weaker Sections, LIG – Low Income Group, MIG – I – Middle Income Group 1 ও MIG – II – Middle Income Group 2. এই চার ধরণের বিভাগের হিসাবে সকলকে আবেদন করতে হবে। সর্বোচ্চ ২ লক্ষ ৩৫ হাজার টাকা করে সকলকে দেওয়া হবে নিজেদের বাড়ি তৈরি করার জন্য।
এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত প্রায় ১ কোটি ২২ লক্ষের বেশি বাড়ি তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

এই বছরে মুখ্যমন্ত্রীর নতুন দুই প্রকল্পের ঘোষণা করা হল।

এই বিপুল সংখ্যক বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ৩৬ হাজার ৫৩৩ কোটি টাকা বণ্টন করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের সকল নাগরিককে মাথার ছাদ প্রদান করার জন্য ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ করতে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠছিল।

এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। অভিযোগ ছিল অনেকে ভুল নথি দিয়ে টাকা পাওয়ার জন্য আবেদন করছে। টিনের ছাদের জায়গায় পাকা ছাদ বানাচ্ছে ইত্যাদি। কিন্তু এই সকল কিছুই নিয়ম বিরোধী বলে জানানো হয়েছে। কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই নিয়ম না মানলে আবেদন বাতিল করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলিঃ-
১. বরাদ্দ অর্থ অর্থাৎ ২ লক্ষ ৩৫ হাজার টাকার মধ্যেই বাড়ির নির্মাণ করতে বলা হয়েছে।
২. ২৭০ বর্গ ফুটের বেশি আয়তনের বাড়ি নির্মাণ করা যাবে না।
৩. ব্যাংকে টাকা ঢুকলে তার ৯০ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।
৪. ৩ বারে সম্পূর্ণ টাকা দেওয়া হবে।

রেশন তোলার নয়া নিয়ম চালু, আগামী মাস থেকে কারা পাবেন না?

সম্প্রতি নিয়মে গরমিলের জন্য ১ লক্ষের বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোট ১০ লক্ষ ১৯ হাজারের কাছাকাছি আবেদন মঞ্জুর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই সকল নিয়ম না মানা হলে ভবিষ্যতে আরও আবেদন বাতিল করা হতে পারে।
এই নিয়ে আপনাদের মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

1 thought on “প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম বদল, আবেদনের আগে অবশ্যই সবটা জেনে নিন।”

  1. Money payment should be postponed to the list candidate of P.M.A.Y. as corruption is too much in the country . Besides , the rich are being given money but the poor are not getting money . It is very sad matter . Thank you .

    Reply

Leave a Comment