কন্যাশ্রী প্রকল্পে আবেদনের পরেও আসেনি কোন উত্তর? দেখে নিন আপনার আবেদনের আপডেট।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ৮ ই মার্চ ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সকল মেয়েদের পড়াশুনার জন্য বৃত্তি প্রদানের উদ্দেশ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৫০ লক্ষের কাছাকাছি মেয়েরা এই বৃত্তি পাচ্ছে। এই প্রকল্পের অধীনে মেয়েরা দুই রকমের বৃত্তি পেয়ে থাকে।
কন্যাশ্রী প্রকল্পকে সাধারণত K1 ও K2 এই দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। রাজ্য সরকারের অধিনস্ত যে কোন সরকারী প্রতিষ্ঠানে পাঠরত মেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবে।

কীভাবে দেখবেন আপনার কন্যাশ্রী প্রকল্পের আপডেট?

K1 ও K2 প্রকল্পের বিষয়ে জেনে নিনঃ-
K1 এর অন্তর্গত ১৩ – ১৮ বছর বয়সি মেয়েরা প্রতিবছর ১ হাজার টাকা বৃত্তি সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউণ্ট এ পাঠিয়ে দেওয়া হবে। K2 এর অন্তর্গত ১৮ বছর উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফে। এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হল আর্থিক অনটনের জন্য যাতে কোন মেয়ের পড়াশুনা না থেমে যায়।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 এ আবেদন করুন এখনি, বেশি দিন সময় নেই।

কন্যাশ্রী প্রকল্পে আবেদন সম্পর্কে জেনে নেওয়া যাকঃ-
অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। মুলত সকল মেয়েরা নিজেদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে আবেদনের ফর্ম নিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আলাদা উইন্ডো থাকে সেখানেও আপনি ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা ও নথিপত্রঃ-
১. মেয়েটিকে রাজ্যে সরকারের স্বীকৃতি প্রাপ্ত যে কোন বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
২. নিজের জন্মের প্রমানপত্র থাকতে হবে।
৩. আধার কার্ড থাকা জরুরি।

৪. নিজের নামে ব্যাংকের পাসবই থাকতে হবে।
৫. বিশেষ ক্ষমতা সম্পন্ন হলে তার প্রমানপত্র জমা দিতে হবে।
৬. কোন ধরণের জাতি গত শংসাপত্র থাকলে সেটাও জমা দিতে হবে।
৭. প্রয়োজন পড়লে অভিভাবকের আধার কার্ড লাগতে পারে।

কন্যাশ্রীর স্ট্যাটাস কিভাবে দেখবেনঃ-
১. এই স্ট্যাটাস আপনাকে অনলাইনের মাধ্যমে দেখাতে হবে।
২. মোবাইল বা কম্পিউটার এর স্ক্রিনে গিয়ে যে কোন ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে।
৩. www.wbkanyashree.gov.in এই ওয়েবসাইট খুলে নিতে হবে।
৪. Track Application এই অপশনে ক্লিক করতে হবে।

নতুন বছরে স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হল নতুন নিয়ম, না মানলে বাতিল হবে কার্ড।

৫. আপনি K1 না K2 সেটা সিলেক্ট করে নিতে হবে।
৬. নিজের কন্যাশ্রী আই – ডি ও জন্মের তারিখ দিয়ে দিতে হবে।
৭. এর পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি নিজের সকল তথ্য পেয়ে যাবেন।
৮. এছাড়াও আপনি support.kanyashree@nic.in ই – মেল করতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment