Laduma Dhamecha Yuva Scholarship 2023 এ আবেদন করুন এখনি, বেশি দিন সময় নেই।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 আবেদনের মাধ্যমে পেয়ে যান ৫০,০০০ টাকা।
প্রাচীনকাল থেকে ঋষি মুনিরা বলে গেছেন পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ। আমাদের উচিত এই পড়ুয়াদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা যাতে তারা নিজেদের সাথে দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমান সমাজে জীবনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র উপায় হল পড়াশুনা করে শিক্ষিত হয়ে ওঠা।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 দেখুন আবেদন পদ্ধতি।

কিন্তু আজও আমাদের ভারতে ৪০ কোটির বেশি লোক দারিদ্র সীমার নিচে অবস্থান করছে।
এই পরিস্থিতিতে গরিব ঘরের পড়ুয়াদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসেছে এক বেসরকারি সংস্থা। এই আলোচনাতে আমরা Laduma Dhamecha Yuva Scholarship 2023 নিয়ে আলোচনা করতে চলেছি।

স্কলারশিপের মাধ্যমে উত্তীর্ণ ছাত্র – ছাত্রীদের ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে। জেনে রাখা ভাল এই আবেদন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারাই করতে পারবে। এই স্কলারশিপকে অল্প ভাষায় Yuva Scholarship নামে চিহ্নিত করা হয়েছে।

Reliance Foundation Scholarship দেশের সকল পড়ুয়াদের দিচ্ছে লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 এ কীভাবে আবেদনের যোগ্যতাঃ-
১. দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণর পরে যে কোন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
২. যে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
৩. দশম বা দ্বাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষায় ৮৫% বেশি নম্বর পেতে হবে।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

Yuva Scholarship এ কীভাবে আবেদনের পদ্ধতিঃ-
১. অনলাইন এর মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
২. Buddy4study এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে নিজের নাম রেজিস্টার করতে হবে।
৪. রেজিস্টার হয়ে গেলে আপনাকে Yuva Scholarship এর অপশন সিলেক্ট করতে হবে।

৫. Start Application এ ক্লিক করতে হবে।
৬. যেই অনলাইন ফর্মটি খুলবে সেখানে আপনাকে নিজের যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।
৭. কিছু নথিপত্র আপনাকে আপলোড করতে হবে।
৮. কোম্পানির দেওয়া Tearms And Condition ভাল করে পরে নিয়ে Preview এই অপশনে ক্লিক করে পুরো ফর্মটি দেখে নিতে হবে।
৯. এই সকল কিছুর পরে নিচে দেওয়া Submit বাটনে ক্লিক করে দিতে হবে।

Laduma Dhamecha Yuva Scholarship 2023 আবেদনের জন্য নথিপত্রঃ-
১. দশম বা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার মার্কসিট।
২. পরিচয় পত্র হিসাবে আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩. নতুন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার প্রমানপত্র থাকতে হবে।
৪. কোন সরকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত পারিবারিক আয়ের প্রমানপত্র লাগবে।
৫. নিজের বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৬. প্রয়োজন হলে অভিভাবকের আধার কার্ড ও বাড়ীর ইলেকট্রিক বিল এর জেরক্স লাগতে পারে।

হাতে মাত্র 9 দিন, এমাসেই আবেদন করা যাচ্ছে এই 3 টি নতুন স্কলারশিপে।

Yuva Scholarship কত টাকা বৃত্তি পড়ুয়ারা পাবেঃ-
এই স্কলারশিপের মাধ্যমে সফল আবেদনকারীদের প্রতিবছরে ৫০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment