এই পাসপোর্ট তৈরির নিয়ম না জানলে পড়তে হবে মহাবিপদে।

আজ জেনে নিন পাসপোর্ট তৈরির নিয়ম, এই নিয়মে সহজে তৈরি করুন আপনার পাসপোর্ট। Republic Of India মানে ভারতীয় গণরাজ্য এই কথাটি আমাদের দেশের পাসপোর্টের সামনের দিকে লেখা থাকে। আর সকল বিশ্বে অর্থাৎ ভারতের বাইরে আমরা কোন দেশে গেলে এই ভারতীয় গণরাজ্য এই কথাটি হল আমাদের সকলের পরিচয় একজন ভারতীয় হিসাবে। সারা বিশ্বের মধ্যে ভারতীয় পাসপোর্ট ৬৯ তম স্থানে রয়েছে।

পাসপোর্ট তৈরির নিয়ম জেনে নিন।

পাসপোর্ট তৈরির নিয়ম সম্পূর্ণরূপে দেশের বিদেশ মন্ত্রালয়ের অন্তর্গত। ১৯৬৭ সাল থেকে দেশের সকল পাসপোর্ট তৈরির নিয়ম বিদেশ মন্ত্রালয় তৈরি করে থাকে। ১৯২০ সালে প্রথমবারের জন্য ভারতে পাসপোর্ট তৈরি শুরু হয়। বর্তমানে নিয়ম অনুসারে সদ্যোজাত শিশু থেকে ষাট ঊর্ধ্ব প্রবীণ এই সকলেই পাসপোর্ট এর সুবিধা গ্রহণ করে থাকে।

বর্তমানে এক সরকারী পরিসংখ্যান অনুসারে আমাদের দেশের ৯ কোটি ৬০ লক্ষ নাগরিকদের পাসপোর্ট আছে। ১৪০ কোটি জনসংখ্যার দেশের ক্ষেত্রে এই সংখ্যা খুবই কম বলা যায়। তিন রকমের পাসপোর্ট আমাদের দেশের নাগরিকরা পেয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক ৬০ পৃষ্ঠার পাসপোর্ট করতে ২,০০০ টাকা।

ইন্টারনেট ও স্মার্টফোন ছাড়া UPI পরিষেবা ব্যবহার এর পদ্ধতি দেখে নিন।

৩৬ পৃষ্ঠার পাসপোর্ট করতে ১,৫০০ টাকা ও ১৮ বছরের কম বয়স্কদের জন্য ৩৬ পৃষ্ঠার পাসপোর্ট বানাতে ১,০০০ টাকা খরচা হয়ে থাকে। নিয়ম পরিবর্তন হলে সময় অনুসারে এই মূল্যেরও পরিবর্তন সম্ভব। এবার জেনে নেওয়া যাক ২০২৩ সালে পাসপোর্ট আবাদন করতে হলে আপনাকে কি নিয়মের পালন করতে হবে।

নতুন পাসপোর্ট তৈরির নিয়ম অনুসারে আপনাকে এই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
আবেদনের জন্য রেজিস্ট্রেশন কীভাবে করবেনঃ-
১. প্রথমে www.passportindia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২. এর পরে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
৩. আপনাকে নিজের পছন্দ অনুসারে Log – In Id ও পাসওয়ার্ড এর চয়ন করে নিতে হবে।
৪. নিচে দেওয়া Captcha Code লিখে আপনাকে রেজিস্টার বাটানে ক্লিক করে দিতে হবে।
৫. আপনাকে নিজের চয়ন করা Log – In Id ও পাসওয়ার্ড মনে রাখতে হবে।

রেজিস্ট্রেশন এর পরে আবেদন করবেন কি করেঃ-
১. www.passportindia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২. পূর্বে নির্ধারিত Log – In Id দিয়ে হোম পেজে যেতে হবে।
৩. হোম পেজে গিয়ে “Apply For Fresh Passport” এই অপশনে ক্লিক করতে হবে।
৪. এর পরে একটা অনলাইন ফর্ম খুলে যাবে।

৫. এই ফর্মে আপনাকে নিজের নাম, কত পৃষ্ঠার পাসপোর্ট বানাতে চান, জন্মের তথ্য ইত্যাদি সকল কিছু নির্ভুলভাবে দিয়ে দিতে হবে।
৬. আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে।
৭. “Print Application Receipt” এই খানে ক্লিক করে আপনাকে Pdf File ডাউনলোড করে রাখতে হবে।
৮. ARN – Application Reference Numbar আপনাকে মনে রাখতে হবে।

Jio এর ধামাকাদার ফ্যামিলি প্ল্যান, এক জনের রিচার্জে চলবে পুরো পরিবারের, বিশদে জানুন।

৯. আপনার নিকটস্থ “পাসপোর্ট সেবা কেন্দ্র” থেকে আপনার মোবাইল নাম্বারে মেসেজ করে আপনাকে সাক্ষাৎ কারের দিন সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
১০. পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনাকে নিজের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এর আসল কপি নিয়ে যেতে হবে।
১১. এর পরে আপনার পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment