Airport Authority Of India তে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারী সংস্থা AAI – Airport Authority Of India র তরফে ২০২৩ সালের শুরুতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আসা হল। ১৯৯৫ সালের ১ লা এপ্রিল কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই সংস্থার স্থাপনা করা হয়। এক সরকারী পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে এখন ছোট – বড় সকল এয়ারপোর্ট মিলিয়ে মোট ৪৬৪ এয়ারপোর্ট রয়েছে।

Airport Authority Of India তে কি ভাবে আবেদন করবেন দেখে নিন।

এই সকল এয়ারপোর্ট গুলিকে সঠিক ভাবে পরিচালনা করার উদ্দেশ্যে এই সংস্থার স্থাপনা করা হয়েছে।
বর্তমানে Airport Authority Of India তে ১৭ হাজারের বেশি কর্মী কাজ করছেন। কিন্তু ৪৬৪ টা এয়ারপোর্ট এর আগত সকল দেশ ও বিদেশের নাগরিকদের আন্তর্জাতিক মানের নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এই সংস্থার তরফে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ – ডি কর্মী নিয়োগ হতে চলেছে।

২০২০, ২০২১, ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করা ও GATE – Graduate Aptitude Test In Engineering পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। Airport Authority Of India এর তরফে প্রায় ৬০০ টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে বলা হয়েছে। এই সকল পদে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি, মুল্য, নিয়োগের সকল তথ্যর বিষয়ে জেনে নেব।

AAI তে আবেদনের পদ্ধতিঃ-
১. www.aai.aero এর ওয়েবসাইটে যেতে হবে।
২. Careers অপশনে ক্লিক করতে হবে।
৩. Recruitment অপশনে গিয়ে ওয়েব লিঙ্কে ক্লিক করতে হবে।
৪. নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লিঙ্ক খুলে নিতে হবে।
৫. এই লিঙ্ক খোলা হলে একটি অনলাইন ফর্ম সামনে আসবে। এই ফর্মটিকে নির্ভুলভাবে ফিল করতে হবে।

৬. নিজের নাম, অভিভাবক এর নাম লিখতে হবে।
৭. পরিচয় পত্র হিসাবে আধার কার্ড লাগবে।
৮. মোবাইল নম্বর ও ই – মেল আইডি দিয়ে দিতে হবে।
৯. সকল কিছু তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিতে হবে।
১০. এই ফর্মটিকে আপনি প্রিন্ট করে রাখতে পারেন।

2023 এ ONGC তে বড় নিয়োগ, জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স, মুল্য দেখে নিনঃ-
১. আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
২. General Caste দের ৩০০ টাকা আবেদনের মুল্য দিতে হবে।
৩. এছাড়া SC, ST, OBC ও মহিলাদের কে কোন ধরণের মুল্য প্রদান করতে হবে না।
৪. ২১ শে জানুয়ারী ২০২৩ এর মধ্যে এই কাজের জন্য আবেদন করতে হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment