শেষ মুহূর্তে দেখে নিন মাধ্যমিক ইতিহাস সাজেশন। আর মাত্র এক মাসের অপেক্ষা এর পরেই শুরু হতে চলেছে ছাত্র জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। এই নিয়ে চিন্তা সকলের, চিন্তা কমাতে আমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন দেখে নিতে পারেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জারি নির্দেশিকায় জানানো হয়েছে যে আগত মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং শেষ অধ্যায় থেকে কোন ৪ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। (WBBSE Madhyamik History Suggestion 2023)
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩, Madhyamik History Suggestion 2023, WBBSE Madhyamik History Suggestion 2023, West Bengal Madhyamik History Suggestion full syllabus 2023, WBBSE Madhyamik History Suggestion 2023 PDF by Banglar Cokh.
মাধ্যমিক ইতিহাস সাজেশন – WBBSE Madhyamik History Suggestion 2023.
সংস্কারঃ বৈশিষ্ট ও পর্যালোচনা
১. আমাদের সমাজে মেয়েদের শিক্ষার অধিকারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুমিকা উল্লেখ কর।
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আন্দোলনের চরিত্র নিজের ভাষায় লেখ।
৩. রাজা রামমোহন রায় এর তৎকালীন সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলনের উল্লেখ করে বিস্তারিত আলোচনা কর।
৪. ১৯ শতকের সময়ে ব্রাহ্মণ সমাজ কেন বিভিন্ন ভাগে বিভাজিত ছিল?
৫. বাংলার সমাজ সংস্কার আন্দোলনের সময় ব্রাহ্মণ সমাজের অবদান আলোচনা কর। (বাংলার চোখ)
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – WBBSE Madhyamik Geography Suggestion Download.
৬. শিক্ষার বিস্তারের কথা বলতে আসলেই আমাদের মাথায় আসে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিচারের কথা এই দুই বিচারধারা কি? এই দুই বিচারধারা নিয়ে নির্ভুল আলোচনা কর।
৭. হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর প্রচেষ্টায় ইয়ং বেঙ্গল বা নব্য বাংলা আন্দোলনের সম্বন্ধে যা জানো লেখো?
৮. ইয়ং বেঙ্গল বা নব্য বাংলা আন্দোলন বিফল হওয়ার কারণ কি ছিল লেখো?
৯. বাংলায় উচ্চ-শিক্ষা প্রচারে কলকাতা বিশ্ব-বিদ্যালয়ের অবদান আলোচনা কর। (WBBSE Madhyamik History Suggestion 2023)
প্রতিরোধ ও বিদ্রোহ
১. সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান চরিত্র কে ছিল? এই বিদ্রোহ নিয়ে বিস্তারিত আলোচনা কর।
২. নীল বিদ্রোহ হওয়ার কারণ কি? এই বিদ্রোহের সম্পর্কে বৈশিষ্ট্য ও আলোচনা কর।
সংঘবদ্ধটতার গোঁড়ার কথা
১. “মহারানীর ঘোষণাপত্র”- এখানে মহারানীর ঘোষণাপত্রে কি বলা ছিল? এই বিসয় নিয়ে বিস্তারিত আলোচনা কর।
২. বিস্তারিত ভাবে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সম্পর্কে আলোচনা কর। এই মহাবিদ্রোহের চরিত্র ও বৈশিষ্ট্য নিয়ে নিজের ভাষায় লেখ। (মাধ্যমিক ইতিহাস সাজেশন)
৩. ১৯ শতকের বাংলায় রেখা ও লেখার মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মোচন ঘটেছে তা আলোচনা কর।
৪. গগনেন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক সময়কাল নিয়ে কি ভাবতেন। তা নিজের ভাষায় লেখো।
৫. ভারত সভা কি? ভারত সভা কবে এবং কি উদ্দেশ্যে স্থাপনা করা হয়েছিল?
৬. “আনন্দমঠ” উপন্যাস বিস্তারিত আলোচনা কর। (WBBSE Madhyamik History Suggestion 2023)
বিকল্প চিন্তা ও উদ্যোগ
১. উনিশ শতকের বাংলায় ছাপা কারখানা গুলোর স্থাপনা ও অগ্রগতি নিয়ে আলোচনা কর।
২. বাংলা যখন উপনিবেশিকদের অধীনে ছিল তখনকার সময় অনুসারে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রকাশ ও প্রচার নিয়ে আলোচনা কর।
৩. কোন প্রয়োজনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন নিয়ে ভাবনা-চিন্তা করেছিলেন?
৪. বসু বিজ্ঞান মন্দির নিয়ে আলোচনা কর? (মাধ্যমিক ইতিহাস সাজেশন)
৫. ছাপাখানার সৃষ্টির ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা ও অবদান উল্লেখ কর।
৬. ছাপা বইয়ের সৃষ্টি হওয়ার পড় থেকে ছাপানো বই কীভাবে শিক্ষার জগতে আলোড়ন সৃষ্টি করেছে নিজের ভাষায় লেখো।
৭. বাংলায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা উল্লেখ কর।
৮. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের ভূমিকা লেখো বাংলায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে। (বাংলার চোখ)
বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন
১. একা আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
২. বঙ্গ-ভঙ্গ আন্দোলনের সময় বিরোধের ক্ষেত্রে রাজ্যের শ্রমিক শ্রেণির গুরুত্ব বুঝিয়ে বল।
৩. মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে নিজের ভাষায় লেখো।
৪. বিশ শতকের ভারতবর্ষে নারী, ছাত্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা কর। (মাধ্যমিক ইতিহাস সাজেশন)
৫. ভারত ছাড়ো আন্দোলনের সময় তৎকালীন সমাজের শ্রমিকদের অবদান নিজের সম্পর্কে আলোচনা কর।
৬. “ওয়াকস এন্ড প্রেজেণ্টস পার্টী” কি? এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা কর।
৭. ভারতবর্ষে উপনিবেশবাদ নিয়ে আলোচনা কর।
৮. উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে তৎকালীন বামপন্থীদের ভূমিকা নিয়ে আলোচনা কর? (WBBSE Madhyamik History Suggestion 2023)
মাধ্যমিক বাংলা সাজেশন 2023 – WBBSE Madhyamik Bengali Suggestion 2023 PDF
২০ শতকের ভারতে নারী ছাত্র এবং প্রান্তিক শ্রেণির মানুষদের আন্দোলন
১. ২০ শতকের ভারতবর্ষের পরিচয় দাও।
২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্পর্কে কি জানো নিজের ভাষায় লেখো।
৩. বিশ শতকের বাংলায় নমঃ শূদ্র আন্দোলনের বিস্তারিত আলোচনা কর।
৪. সশস্ত্র আন্দোলনের সময়কালে তৎকালীন নারী ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা কর? (মাধ্যমিক ইতিহাস সাজেশন)