পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য বিভাগে ফুড ইন্সপেক্টর পদে চাকরির সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন। পশ্চিমবঙ্গ সরকার নতুন বছরে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হল। খাদ্য বিভাগে নতুন বছরে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য আগে আলোচনা করা হল। রাজ্যের সকল কর্মপ্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ এসে হাজির হল নতুন বছরে।
ফুড ইন্সপেক্টর পদে আবেদন করবেন কীভাবে দেখেনিন।
ফুড সেফটি অফিসার বা ফুড ইন্সপেক্টর (Food Safety Officer or Food Insprctor) এর পদের জন্য নিয়োগ করা হবে। এই নিয়ে এক আধিকারিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সকল ২৩ টা জেলা থেকে সকল ছেলে – মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবারে আমরা জেনে নেব এই প্রক্রিয়া, যোগ্যতা, বেতন এই সব কিছু। শেষ পর্যন্ত এই আলোচনা মনোযোগ সহকারে শুনুন।
গত ১২/১২/২০২২ এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৬/১২/২০২২ থেকে অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আপনাকে এই আবেদন করতে হবে। ৩০/১২/২০২২ এই আবেদনের শেষ দিন বলে ঘোষণা করা হয়েছে।
১. কোন পদের জন্য আবেদন নেওয়া হচ্ছেঃ-
রাজ্য খাদ্য বিভাগে ফুড সেফটি অফিসার (Food Safety Officer) বা ফুড ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ হতে চলেছে।
Bandhan Bank এ চাকরির সুযোগ বেতন শুরু 15 হাজার থেকে, সময় খুব কম।
২. কটা শূন্যপদ আছে জেনে নিনঃ-
এই পদের জন্য ২২ জন ফুড ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য আপনি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত আধিকারিক বিজ্ঞপ্তি একবার দেখে নিতে পারেন।
৩. মাসিক বেতন কত হতে চলেছেঃ-
Pay Level 12 অনুসারে সকল সফল চাকরি প্রার্থীদের মাসে ৩৫,৮০০ থেকে ৯২,৫১০ টাকা পর্যন্ত হতে চলেছে। তাহলে বছরে ৪,২৯,৬০০ থেকে ১১,১০,১২০ টাকা পেতে চলেছেন।
৪. প্রার্থীর বয়স কত হতে হবেঃ-
ফুড ইন্সপেক্টর পদের জন্য ২১ থেকে ৩৬ বছরের অন্তর্গত সকল ছেলে – মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
৫. যোগ্যতা কি থাকতে হবেঃ-
রাজ্যের বা দেশের যে কোন সরকারী লাইসেন্স প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে Food Technology, Dairy Technology, Oil/Agriculture Technology, Bio – Chemistry, Microbiology. এই সকল বিষয়ের মধ্যে যে কোনো একটিতে আপনাকে পারদর্শী হতে হবে।
৬. কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবেঃ-
শিক্ষাগত যোগ্যতা ও তার সঙ্গে যাদের প্রোফাইল কে চয়ন করা হবে তাদের ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
আবেদনের পুরো প্রক্রিয়াঃ-
• এই আবেদন আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
• তার জন্য সর্ব প্রথম WBHRB (West Bengal Health Recruitment Board) এর ওয়েবসাইটে যেতে হবে।
• তারপর রেজিস্ট্রেশন ফর্মে নিজের সব তথ্য লিখতে হবে।
• আবেদনকারীর নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা এই সকল কিছু লিখতে হবে।
• এছাড়াও নিজের আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আই ডি থাকা আবশ্যক।
• এই সব তথ্য দেওয়ার পরে Log – In করতে হবে।
রাজ্যে অষ্টম ও মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ, বেতন 58,500 টাকা।
• এই আবেদনের সময় General Cast দের ২১০ টাকা ফি জমা করতে হবে। SC, ST দের কোন টাকা দিতে হবে না।
• শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনি আবেদন করবেন অন্য কোন প্রতারণা চক্র থেকে সাবধানে থাকবেন।
এই বিজ্ঞপ্তি নিয়ে আপনার মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাল লাগলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের জন্য।