বদলে গেল প্রাইমারি টেট 2022 এর পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নিন।

প্রাইমারি টেট পরীক্ষার ১২ ঘণ্টা আগে নতুন নিয়ম প্রকাশ করল প্রাইমারি শিক্ষা পর্ষদ। ২০২২ সালের Tet পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই মধ্যে এক নতুন এক নির্দেশিকা নিয়ে হাজির হতে চলেছে পর্ষদ। বিগত নভেম্বর মাস থেকে এই পরীক্ষার Admit Card ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের নির্দেশিকা জারি করেছে পর্ষদ। ইতি মধ্যেই সকলের এই কাজ সম্পন্ন হয়ে গেছে।

দেখে নিন কার প্রাইমারি টেটের পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ল।

কিন্তু ঠিক শেষ ক্ষণে এসে এই অ্যাডমিট কার্ড নিয়ে নতুন নিয়ম নিয়ে আসলো West Bengal Board Of Primary Education এর তরফে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো এই টেটের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম, ঠিকানা উল্লেখ করা থাকে। আর এই ঠিকানা জেনে অনেক পরীক্ষার্থীর জায়গা দেখে নেওয়া হয়েছিল। কিন্তু এবার এই নতুন নিয়মের ফলে সেই পরিশ্রম জলে যেতে চলেছে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাত্র কিছু ঘণ্টা আগে রাজ্যে ৪৩ টা পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আর এই কথা শুনে চরম বিপাকে আবেদনকারীরা। পর্ষদের পক্ষ থেকে খবর অনুসারে আগামী ১১ ই ডিসেম্বর ২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষায় ৭ লক্ষ ছেলে – মেয়েরা বসতে চলেছে। সারা রাজ্য জুড়ে ১,৫০০ র বেশি পরীক্ষা কেন্দ্র ঠিক করা হয়েছে। এই কেন্দ্রের পরিবর্তনের ফলে পুনরায় আবার Admit Card ডাউনলোড করতে হবে।

Primary Tet Exam দিতে যাওয়ার আগে এই জিনিস গুলি অবশ্যই ব্যাগে নিয়ে যাবেন।Primary Tet Exam দিতে যাওয়ার আগে এই জিনিস গুলি অবশ্যই ব্যাগে নিয়ে যাবেন।

পূর্বে পর্ষদের পক্ষ থেকে অনেক নিষেধাজ্ঞা ও নিয়ম প্রকাশ করা হয়েছিল। মুল কিছু নিয়ম হল –
১. পরীক্ষা চালুর কম পক্ষে ২ ঘণ্টা আগে কেন্দ্রে পৌছতে হবে।
২. কোন ধরনের মোবাইল বা ইলেক্ট্রনিক আইটেম নিয়ে যাওয়া যাবে না।
৩. পরীক্ষা কেন্দ্রের প্রবেশ ও বাইরের দ্বারে Cctv লাগানো থাকবে।

৪. ঘড়ি, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না।
৫. পরীক্ষকের বিনা অনুমতিতে বা নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না।
৬. প্রত্যেক পরীক্ষক ও শিক্ষা কর্মীদের নিজেদের সচিত্র পরিচয় পত্র নিজেদের গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক।

৭. প্রশ্ন পত্র যাতে ফাঁস না হয়, সেই কথা মাথায় রেখে ১ ঘণ্টা আগে Question Paper পাঠানো হবে।
শুধু আবেদনকারীরাই নন স্থানীয় প্রশাসনের উদ্দেশেও কিছু নির্দেশ জারি করেছে পর্ষদ যেমন – পরীক্ষা চলাকালীন আশপাশের সকল জেরক্সের দোকান বন্ধ রাখতে হবে। কোন ভাবেই যাতে কোন বিশৃঙ্খল অবস্থা না হয় সেই নিয়ে সজাগ থাকতে হবে।

এই সকল কিছুর মধ্যেই Examination Center পরিবর্তন এর সিদ্ধান্ত নিয়ে পর্ষদের নির্দেশে বিপাকে পরীক্ষার্থীরা। পুর রাজ্যের মত ৪৩ টা প্রাইমারি টেট পরীক্ষা কেন্দ্রের ঠিকানা বদল করা হয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার, বীরভূম, দার্জিলিং, হুগলী, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনিপুর। এই সকল জেলা মিলিয়ে তেতাল্লিশ টা সেন্টারের পরিবর্তন করা হয়েছে।

প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন।

আগামিকালে যারা এই জেলা গুলি থেকে প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছেন তারা খুব তাড়াতাড়ি আবার Admit Card Download করে নিন এবং পর্ষদের তরফে নতুন কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জেনে নিন। এই আলোচনা সম্পর্কে আপনার মতামত সম্পর্কে নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভাল লাগলে শেয়ার ও সাবসক্রাইব করুন।

1 thought on “বদলে গেল প্রাইমারি টেট 2022 এর পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নিন।”

Leave a Comment