Digital Rupee: ডিজিটাল মুদ্রা চালু হলো, কিভাবে ব্যবহার করবেন, লাভ না ক্ষতি বেশি, জেনে নিন।

Digital Rupee: কতটা নিরাপদ এই ডিজিটাল মুদ্রা আর কীভাবেই বা ব্যবহার করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।


RESERVE BANK OF INDIA এর তরফ থেকে অনেক দিন আগেই এই ডিজিটাল মুদ্রা বা Digital Rupee চালু করার কথা জানানো হয়েছিল। এবার সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। অনেক প্রাচীনকাল থেকেই মুদ্রার ব্যবহার প্রচলিত আছে। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তামা, কাসা, থেকে শুরু করে আজকের আমাদের কয়েন। যত দিন এগিয়েছে মুদ্রার রুপ পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের নতুন রূপ হল ডিজিটাল রুপি বা ই – রুপি যা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ১’লা ডিসেম্বর থেকে চালু করতে চলেছে।

আধিকারিক ভাবে এই সিদ্ধান্ত মঙ্গল বার ঘোষণা করা হয়েছে। RBI এর তরফ থেকে পরীক্ষা মূলক ভাবে এই ই – রুপির প্রয়োগ চালু করা হয়েছে। প্রাথমিক ভাবে দেশের চারটি ব্যাংকের মাধ্যমে এই ডিজিটাল রুপি (Digital Rupee) প্রয়োগ চালু হতে চলেছে। সেই ব্যাংক গুলি হল- STATE BANK OF INDIA, ICICI BANK, YES BANK ও IDFC FIRST BANK। এই ব্যবস্থা চালুর পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য প্রথমে অল্প সংখ্যক কিছু ব্যাংক, গ্রাহক ও ব্যবসায়ী দের কে দিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তকে বাস্তব রুপ দেওয়া হবে। তারপরে পুরো দেশব্যাপী এই সুযোগ সকলের জন্য চালু করে দেওয়া হবে।

সুদ বাড়লো SBI লোনের, এক ঝটকায় মাথায় হাত গ্রাহকদের

ডিজিটাল মুদ্রা (Digital Rupee) বা ই–রুপি RBI এর পক্ষ থেকে ঘোষণা করা হলেও প্রত্যেক জন সাধারণের মনে এক প্রশ্ন থেকেই যাচ্ছে যে কি এই ই-রুপি। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে। ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন, ডোজকয়েন, ইথেরিয়াম ইত্যাদির মতই হতে চলেছে ই-রুপি। এক মিনিট এই সকল ক্রিপ্টোকারেন্সি ভারতে আইন সম্মত নয় কিন্তু ই-রুপি ভারত সরকার ও আরবিআই এর যৌথ উদ্যোগে চালু হচ্ছে। তাই বলাই বাহুল্য এই মুদ্রা সম্পূর্ণ সুরক্ষিত এবং আইন সম্মত হতে চলেছে।

বলে রাখা ভাল ক্রিপ্টোকারেন্সির মতো এই ডিজিটাল মুদ্রার (Digital Rupee) দাম ওঠা নামা করবে না। বর্তমানে প্রচলিত ভারতীয় মুদ্রার কয়েন ও নোটের সমান মূল্যের হতে চলেছে এই ই- মুদ্রা। কিন্তু বিগত কয়েক বছরের দিকে ফিরে তাকালে আমরা সকলে দেখতে পাব অনলাইন জালিয়াতি তার চরমে পৌঁছেছে। এরই মধ্যে এই নতুন মুদ্রা কিভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হবে এই নিয়ে সংসয় অনেকের মনে।

আরবিআই এর থেকে সকল গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানানো হয়েছে, এখন সমস্ত ই – ওয়ালেট এর মতই এই ই-রুপির লেন দেন করা যাবে। এই মুদ্রা সকল গ্রাহক তাদের নির্দিষ্ট ব্যাংকের দেওয়া অ্যাপের মাধ্যমে লেন দেন করতে পারবে। অনলাইন অ্যাপের মতই QR CODE স্ক্যান করে দোকান, হোটেল, ট্যাক্সি, শপিং মল ইত্যাদি জায়গায় লেন দেন করা যাবে অতি সহজেই এছাড়াও এই লেন দেন বাকি সব আপ এর তুলনায় অনেক সুরক্ষিত হতে চলেছে।

ই-রুপির আরও কিছু বৈশিষ্ট্য হল। এই কারেন্সির সঙ্গে ক্যাশ টাকার কোন পার্থক্য নেই। নগদের মতোই এই ই-রুপির মাধ্যমে কেনা কাটা, একে অপরের মধ্যে আদান – প্রদানের জন্য কাজে লাগানো যাবে। কিন্তু নগদ টাকা জমা রাখলে সুদ পাওয়া যায় কিন্তু এই ডিজিটাল মুদ্রায় কোন ধরনের সুদ পাওয়া যাবে না। কিভাবে ডিজিটাল রুপি (Digital Rupee) তৈরি হবে, বণ্টন হবে, এই সব দিক বিচার বিবেচনা করে দেখে নেওয়া হয়েছে। এছাড়াও কিভাবে এই পরিষেবাকে উন্নত করা যায় তার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আর বি আই।

এই নতুন ধরনের পরিষেবা উপভোগ করার জন্য সারা দেশের মানুষ উৎসুক হয়ে রয়েছে। কিন্তু এখনি সারা দেশে এই পরিষেবা চালু করা হবেনা বলে জানিয়েছে RBI। নিউ দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু, ভুবনেস্বর এই চার শহরে এর লেন দেন চালু হবে। এই পরীক্ষায় সফল হলে পরে আহমেদাবাদ, লখনউ, ইন্দোর, পাটনা, গ্যাংটক, হায়দ্রাবাদ, কোচি, গুবাহাটি ইত্যাদি শহরে এই লেন দেন চালু হবে।

আর বি আই এখন মাত্র চারটি ব্যাংককে রি পরিষেবা দানের অংশীদারি করেছে। কিন্তু ভবিষ্যতে এর সঙ্গে HDFC BANK, UNION BANK OF INDIA, BANK OF BARODA, KOTAK MAHINDRA BANK কে জুড়ে দেওয়া হবে। প্রয়োজন পড়লে দেশের সকল ফাইনান্সিয়াল সংস্থাকে এই কাজে নিযুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

এই ডিজিটাল মুদ্রা (Digital Rupee) এতটা জরুরি কেন এই বিষয়ে জিজ্ঞাসা করলে এক RBI এর উচ্চপদস্থ আধিকারিকের মত অনুসারে সারা দেশ জুড়ে ক্রিপ্টোকারেন্সির প্রচলন রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশে এক টাকার লেন দেন হলেও সরকার এর ওপর নজর দিতে পারবে বলে যান যাচ্ছে। বহু বিশেষজ্ঞদের মত ছিল ভারতে ক্রিপ্টোকারেন্সিকে মান্যতা দেওয়া হোক কিন্তু প্রথম দিন থেকেই এর বিপরিতে দাঁড়িয়েছিল আর বি আই। এবার দেখার অপেক্ষা সারা দেশে এই পরিষেবা কবে থেকে চালু হতে চলেছে।

রবিবারেও খোলা থাকবে স্টেট ব্যাংক, ছুটির দিনেও পরিষেবা পাবেন SBI গ্রাহকেরা।

Leave a Comment