যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য সুখবর। কেন্দ্রের পক্ষ থেকে BECIL এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ভারতীয় তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবে এই পদের জন্য। এই চাকরির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনের জন্য যোগ্য হবেন। শুধু একটি পদে নয় একাধিক পদে নিয়োগ করা হবে।
BECIL এর বিভিন্ন পদে কিভাবে, কারা আবেদন করতে পারবেন?
BECIL সংস্থার MTS পদে কারা আবেদন করতে পারবেন:
MTS পদে মোট 6 জন প্রার্থী নেওয়া হবে। প্রার্থীকে সরকার স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে স্থানীয় ভাষায় কথা জানতে হবে। প্রার্থীর বয়স 25 এর মধ্যে হবে। বেতন 16,425।
পদ ড্রাইভারের জন্য কারা আবেদন করতে পারবেন:
ড্রাইভার পদে নিয়োগ হবে 1 জন প্রার্থী। এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে। প্রতি মাসে 20 হাজার টাকা বেতন পাবেন এবং প্রার্থীর বয়স ৬৫-র মধ্যে থাকতে হবে।
হাউসকিপিং স্টাফ পদের জন্য কারা আবেদন করতে পারবেন?
এই প্রথম আবেদন করবার জন্য প্রার্থীর বয়স ৩০ এর মধ্যে থাকতে হবে এবং পঞ্চম পাস করা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে মোট 7 জন কর্মীকে নিয়োগ করা হবে। ১৬ হাজার ৪৫ টাকা বেতন পাবেন। 5 ডিসেম্বর 2022 প্রতিটি পদে আবেদনের শেষ তারিখ। তার আগেই আবেদন করে ফেলুন।
কিভাবে আবেদন করবেন BECIL এর বিভিন্ন পদে?
পুরো আবেদনটি হবে অনলাইনের মাধ্যমে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীকে বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে। রেজিস্ট্রেশন করার পর একটি ফর্ম আসবে। এটিকে ভালোভাবে ফিলাপ করার পর একটি প্রিন্ট আউট কপি রেখে দিন।
আবেদনের ফি কত?
জেনারেলদের জন্য আবেদন ফি 750 টাকা
OBC দের জন্য আবেদন ফি 750 টাকা
SC/ST দের জন্য আবেদন ফি 450 টাকা
রিটায়ার্ড কর্মীদের জন্য আবেদন ফি 750 টাকা
EWS/PH কর্মীদের জন্য আবেদন ফি450 টাকা
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা করে, মুনাফা পান মাসে লাখ টাকা।
যেহেতু আবেদনকারী আবেদনটি অনলাইন এর মাধ্যমে করছে তাই জন্য ফ্রি জমাও নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউ পি আই এই মাধ্যমে করতে হবে। প্রার্থীদের নিয়োগ ইন্টারভিউ এর মাধ্যমেই করা হবে ইন্টারভিউ এর তারিখ ১০ই ডিসেম্বর ২০২২। ইন্টারভিউ এর স্থান উত্তরপ্রদেশ, গাজিয়াবাদ, মিনিস্ট্রি অফ আয়ুশ, কমলা নেহরু নগর পিন-201002.