কলকাতা তথা পশ্চিমবঙ্গ বাসীদের জন্য বিরাট সুখবর। আলোড়ন ফেলে বাজারে আসছে Jio 5G. কলকাতা সহ পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হচ্ছে 5G পরিষেবা আজই জানিয়ে দিল রিলায়েন্স সংস্থার তরফ থেকে। কি কি সুবিধা পাবেন, আর কি কি জানা গেল, জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন, এবং সকলকে শেয়ার করুন।
চলতি বছরের ডিসেম্বর মাসেই কলকাতায় চালু হচ্ছে Jio 5G. জানাল এই সংস্থা। 2022 সালের ডিসেম্বর মাসেই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাণ কেন্দ্র কলকাতা জুড়ে নিজেদের TRUE 5G পরিষেবা চালু করে দেবে Jio. বড়ো ঘোষণা এই সংস্থার। এই বিষয়ে অর্থাৎ কলকাতায় Jio 5G পরিষেবা চালু নিয়ে নানা জল্পনা চলছিল। তার পরে উত্তরবঙ্গের শহর শিলিগুড়িতে 5G পরিষেবা চালু হয়ে যাবে এই শোনার পর থেকে নানা মহলে প্রশ্ন উঠতে থাকে।
কোন কোন রাজ্যগুলি পাবে Jio 5G র বিশেষ সুবিধা দেখেনিন।
যে, শিলিগুড়িতে পরিষেবা চালু হয়ে গেলেও রাজ্যের রাজধানী কলকাতাতে কবে চালু হবে এই পরিষেবা। এই নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছে JIO. JIO TRUE 5G’র এক আধিকারিকের বক্তব্য অনুসারে শিলিগুড়িতে 2022 সালের ডিসেম্বর মাসেই চালু হয়ে যাবে 5G. কলকাতাতেও এই 5G পরিষেবা চালু করার জন্য দিনরাত এক করে দিচ্ছে JIO’র সকল কর্মীরা। তাই আশা রাখা যায় যে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি এই পরিষেবা উপভোগ করতে পারবে।
শুধু কলকাতাতেই নয় অসম সহ সারা উত্তর-পূর্ব ভারতের সব রাজে JIO TRUE 5G’র পরিষেবা অতি দ্রুত পৌছে দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে এই সংস্থার তরফে। JIO’র তরফ থেকে আরও দাবী করা হয়েছে যে, TRUE 5G পরিষেবা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত মানের। এখনকার সময় অনুসারে যারা JIO TRUE 5G যারা ব্যাবহার করছে তারা 500 এমবিপিএস থেকে শুরু করে 1 জিবিপিএস পর্যন্ত স্পীড উপভোগ করছে।
ইন্টারনেট এর স্পীড যাচাইকারী কোম্পানি OKLA’র তথ্য অনুসারে কলকাতায় JIO’র স্পীড 482.02 এমবিপিএস পৌছে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি দফতরের উদ্যোগে একটা 5G নেটওয়ার্ক নিয়ে ওয়ার্কশপ চালু করা হয়েছিল। আর এতে যোগ দিয়েছিল JIO। সেখানে তাদের পক্ষ থেকে 5G নেটওয়ার্ক এর স্পীড নিয়ে কিছু ডেমো দেওয়া হয়।
এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন রাজ্যের তরফ থেকে ইনফরমেশন টেকনোলোজি দফতরের সচিব রাজীব কুমার। সমগ্র রাজ্যে দ্রুত 5G পরিষেবা চালু করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গ সরকার। JIO’র তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ প্রকল্পের কথা ঊল্লেখ করা আছে। সংস্থা জানিয়েছে পশ্চিমবঙ্গে এই Jio 5G পরিষেবা চালু করতে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এর ফলে শেষমেস রাজ্যবাসীI উপকৃত হতে চলেছে।
এর আগে Jio 4G চালুর সময়ে ফ্রি অফার দিয়েছিলো জিও। এবার কি সেইরকম কোনও অফার দেবে? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন।