সরকারি চাকরির বা প্রাইমারী টেট পাস করে শিক্ষক হওয়ার আকাঙ্ক্ষা কে না করে, এর জন্য প্রস্তুতি নেয় অনেকেই। কিন্তু এই দীর্ঘ পাঁচ বছর কোন রকমের নিয়োগী হয়নি টেট এর মাধ্যমে। তবে এইবার 14 ই অক্টোবর থেকে শুরু হয়েছে প্রাথমিক প্রক্রিয়ার নিয়োগ। এই জন্য বহু চাকরিপ্রার্থী প্রস্তুতি নিয়েছেন। এই পরীক্ষায় বসার জন্য আহামরি কিছুই লাগে না শুধুমাত্র প্রয়োজন স্বীকৃত একটি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে ডিএলএড ডিগ্রী।
প্রাইমারী টেট পাস করতে 100% কাজে দেবে এই উপায়।
প্রাইমারী টেটের প্রস্তুতি নেওয়ার জন্য বাজারের প্রচুর বই পাওয়া যায় এবং ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে টেটের প্রশ্ন, প্রস্তুতি নেওয়ার পদ্ধতি শেখানো হয়। আপনি সেখান থেকে দেখে নিজেকে তৈরি করতে পারবেন। এই পরীক্ষায় পাস করলে আপনি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়ানো সুযোগ পাবেন।
কি নিয়মে পরীক্ষা হবে?
এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেড়শ। এই পরীক্ষায় কোন রকম নেগেটিভ মার্কিন হবে না। সম্পূর্ণটি হবে 150 নম্বরের mcq, প্রতিটির নম্বর 1.
এবারের প্রাইমারী টেট পরীক্ষায় পাশ করার সহজ উপায়, এক চান্সেই পাশ।
কি কি বিষয় পরীক্ষা হবে:
প্রাথমিক টেট পরীক্ষায় শিশু বিকাশ ও পেডাগজি, আবশ্যিক ভাষা এক, আবশ্যিক ভাষা দুই, পরিবেশ বিদ্যা, অংক এই পাঁচটি বিষয় ত্রিশটি করে প্রশ্ন আসে।
এই পরীক্ষার সিলেবাস এবং ধরন জানতে আপনি প্রাথমিক শিক্ষা পরিষদের ওয়েবসাইট দেখতে পারেন। এতগুলি বছর পর টেটের নিয়োগ হবে ফলে এর জন্য প্রস্তুতি নেওয়া সকল পরীক্ষার্থীদের আমাদের পক্ষ থেকে শুভকামনা জানানো হলো। আপনার এই পরীক্ষার বিস্তারিত আরও কিছু জানতে হলে এই নিচে দেওয়া লিংকে গিয়ে দেখতে পারেন https://www.wbbpe.org/.