আবার আসতে চলেছে ঘূর্ণিঝড়। প্রবল বেকের বঙ্গোপসাগরের উপর থেকে ধেয়ে আসছে এই ঝড়। পূজোর সময়ও বেশ ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা ছিল কিন্তু তা হয়নি। এখন কার্তিক – অগ্রহায়ণ মাস চলছে এই সময় বঙ্গপোসাগরে নিম্নচাপ হতে পারে। নিম্নচাপের ফলে হতে পারে ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের চেয়ারম্যান মহম্মদ আজিজুর রহমান এ কথা জানান।
বঙ্গপোসাগরে নিম্নচাপের ফলে হতে পারে ঘূর্ণি ঝড়, ভারি বৃষ্টি।
এমনিও বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে প্রচুর বৃষ্টি হয় এবং মাঝে মাঝেই নানা ঘূর্ণি ঝড় প্রকোপে পড়ে এই দেশ ফলে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়। এখন মৌসুমী বায়ুর একটি ভারির চাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার ফলে তাপমাত্রার বৃদ্ধি এবং হ্রাস করছে ক্রমশ। শীতের আগে শুরু হয়েছে কুয়াশার প্রকোপ। যেহেতু বর্ষা সবে গেছে তাই তার প্রকোপ রয়েগেছে এখনও।
এর আগে বাংলাদেশের বরিশালে অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 42.9% বৃষ্টিপাত হয়েছিল চিত্রাঙ্গ ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাতের হয়ে রেকর্ড তৈরি করেছে সেইখানেই অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় 150 শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানেই রাজশাহীতে ২২.২% কম বৃষ্টি হয়েছে। ঢাকায় হয়েছে ৩১২ মিলিমিটার। এ বছর চিত্রাঙ্গের প্রভাবে ১৩ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ।