DA Hike – মহার্ঘ ভাতা নিয়ে সরকারের নতুন বিজ্ঞপ্তি, ডিএ বাড়িয়ে প্রায় 702% করল সরকার!

সরকারের DA Hike সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে একাধিক সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পাবলিক এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে কাজ করা এক্সিকিউটিভ এবং সুপারভাইসারদের DA বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেন। আজ বৃস্পতিবার পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকার।

Advertisement

DA Hike for Central Government Employees

কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি অনুসারে,
১) যেসকল কর্মীদের বেসিক পে ৩৫০০ টাকা পর্যন্ত, তাদের মহার্ঘ ভাতা বাড়িয়ে করা হয়েছে ৭০১.৯ শতাংশ। তারা DA বাবদ ন্যূনতম ১৫,৪২৮ টাকা পাবেন।
২) যে কর্মীদের বেসিক পে ৩৫০০ টাকা থেকে ৬৫০০ টাকা পর্যন্ত তারা বর্তমানে সকলেই ৫২৬.৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তারা DA বাবদ ন্যূনতম ২৪,৫৬৭ টাকা পাবেন।

Advertisement

৩) যে কর্মীদের বেসিক পে ৬৫০০ টাকা থেকে ৯৫০০ টাকা পর্যন্ত তাদের DA বেড়ে হয়েছে ৪২১.১ শতাংশ। তারা DA বাবদ ন্যূনতম ৩৪,২১৬ টাকা পাবেন।
৪) যে সকল কর্মীদের বেসিক পে ৯৫০০ বা তার বেশি তাদের DA বেড়ে (DA Hike) হয়েছে ৩৫১ শতাংশ। তারা DA বাবদ ন্যূনতম ৪০,০০৫ টাকা পাবেন।

সরকারের তরফে গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য DR বাড়ানো হয়েছিল। গতবার এক লাফে পুরো ৪ শতাংশ DA বাড়ানো হয়েছিল। জানুয়ারি থেকে নতুন DA এর নতুন হার কার্যকর হয়েছে। যার কারনে সরকারি কর্মচারীরা বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

নিয়োগ দুর্নীতি মামলায (West Bengal SSC TET Scam)

তবে আগামী দিনে এই মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি (DA Hike) পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জুলাই মাস থেকে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুযায়ী ফের এক দফায় DA বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের (AICPI) ওপর উক্ত DA নির্ভর করবে।

আরও পড়ুন, পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম বিনিয়োগে মানতে হবে নয়া নিয়ম, না হলে বন্ধ হবে একাউন্ট।

AICPI Index Report

শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ছিল ১৩২.৮ পয়েন্ট। পরে ০.১ পয়েন্ট বেড়ে তা ফেব্রুয়ারিতে হয়েছে ১৩২.৭। পরে এপ্রিল মাসে ০.৬ পয়েন্ট বেড়ে এআইসিপিআই হয় ১৩৩.৩ পয়েন্ট। এরপর ১.৪ পয়েন্ট বেড়ে মে মাসে তা আরও হয়েছে ১৩৪.৭।

শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমান হারে DA বৃদ্ধি পেলে DA বেড়ে ৪৫.৫৮ শতাংশ হতে পারে। এখনও জুন ও জুলাই মাসের সূচক আসা বাকি এই দুই মাসের মূল্যবৃদ্ধির সূচকের ওপর নির্ভর করবে চূড়ান্ত পরিসংখ্যন। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে DA বৃদ্ধির (DA Hike) ঘোষণা করা হতে পারে। তবে তা ১ জুলাই থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ কবে, আদালতে সিদ্ধান্ত জানিয়ে দিলো রাজ্য সরকার।

এদিকে কেন্দ্র একের পর এক সুবিধা ও ডিএ বাড়িয়ে একাধিক রাজ্য সরকার কে বেতনের দিক দিয়ে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ন্যায্য DA Hike এর দাবিতে মামলা, অবস্থান, ধর্না, আন্দোলন সমস্ত দিক দিয়েই রাজ্য সরকার কে চাপে ফেলার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তাদের দাবী মতো ডিএ মিলছে না। এদিকে এদিন সুপ্রীম কোর্টের শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলাতে জানিয়ে দেন আদালত রাজ্য সরকার কে কেন্দ্রে হারে ডিএ দিতে বাধ্য করতে পারেনা। রাজ্যের আর্থিক অবস্থা ভালো নেই। এই বিষয়ে আপডেট পেতে বাংলার চোখে নজর রাখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button