প্রায়শই দেখা যায় ডিএ বা অন্যান্য ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বা Govt Employees আন্দোলন চলছে সরকারের বিরুদ্ধে। কখনো কখনো সেই আন্দোলন মামলার রূপ নেয়। যখন আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ বা বেতন নির্দিষ্ট সময়ে পান না তখন তারা দারস্ত হন আদালতের। কখনো হাইকোর্ট আবার কখনো সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা গড়ায়। আর এই ধরনের মামলায় এবার রাজ্য সরকারকে একবারে চাপের মুখে ফেলে দিলো সুপ্রিম কোর্ট ।
6% Interest Will be Paid to Govt Employees if Salary is Delayed
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বা Govt Employees ৬% সুদ সহ বেতন দিতে হবে এমনটাই জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের ওপর অনেকটাই চাপ বাড়ালো সে কথা বলার অপেক্ষা রাখে না। সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন দেওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। তাই এগুলো থেকে বঞ্চিত হলে বা পেতে দেরি হলে রাজ্য সরকারি কর্মীরা অনায়াসে মামলা দায়ের করতেই পারেন এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট।
এমনকি এটাও জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যদি বেতন দিতে দেরি করে তাহলে পরে তা সুদ সহ সকলকে ফেরত দিতে হবে। তাও কিনা আবার ৬ শতাংশ হারে কর্মরত এবং পেনশনভোগীদের বেতন প্রদান করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকারি কর্মীরা বা Govt Employees অনেকটা আস্থা পেয়েছেন। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের একটি মামলা নিয়ে ঘটনাটি ঘটে।
কোভিড সময়ের বকেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রাক্তন জেলা ও দায়রা জর্জ। এবং সেই জনস্বার্থ মামলাটি মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ২০২০ সালের মার্চ এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সর্বপরি টানা এতদিনের বেতন বার্ষিক ৬ শতাংশ হারে সুদ এবং ২০২০ সালের মার্চ মাসের বিলম্বিত পেনশন একই হারে সুদ প্রদান করতে বলা হয়েছে সরকারকে।
আরও পড়ুন, স্কুল খুলেই পশ্চিমবঙ্গের শিক্ষকেরা পাবেন বড় উপহার মুখ্যমন্ত্রীর ঘোষণা
আগেই সুদের হার ১২ শতাংশ করার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট যদিও পরে রাজ্য সরকারের কাকুতি মিনতির জেরে সেই মাত্রা ৬% কমানো হয়। শীর্ষ আদালতে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার জানিয়েছে যে কোভিড-১৯ মহামারীর জেরে রাজ্য আর্থিক ভাবে অনিশ্চয়তা ভুগতে শুরু করে। সে কারণে বেতন বন্ধ রাখা হয়েছিল(Govt Employees).
কিন্তু সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে যে বেতন এবং পেনশন সরকারী কর্মচারীদের বা Govt Employees ন্যায্য অধিকার এবং তা দিতে দেরি হলে সরকারের উচিৎ সকলকে সুদ সহ বেতন প্রদান করা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, যে সরকার বেতন ও পেনশন দিতে দেরি করেছে, তাদের উপযুক্ত হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কর্মীরা অনেকটাই মনোবল ফিরে পেয়েছেন। আশা করা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া বেতন নির্দিষ্ট সুদে ফেরত পাবেন।
Written by Shampa debnath.