Free LPG Gas – জনসাধারণের জন্য খুশির খবর বিনামূল্যে রান্নার গ্যাস পাবে, বড় ঘোষণা রাজ্যের

জনসাধারণের জন্য সুখবর বিনামূল্যে পাবে রান্নার গ্যাস বা Free LPG Gas. রান্নার গ্যাসের যে হারে দাম ছিল এক বছর আগেও। গত বছর আগস্ট থেকে রান্নার গ্যাসের দাম অনেকাংশেই কমেছে। যার ফলে আমজনতার পকেটের চাপ অনেকটাই কমেছে। এবার আরও একটি সুখবর দিল রাজ্য সরকার। এবার থেকে বছরে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে।

Advertisement

Three Free LPG Gas Distribution in Every Family

রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, প্রতি বছরে প্রতিটি পরিবারকে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে। আমজনতাকে এই সিলিন্ডার পিছু কোনও টাকা লাগবে না। রাজ্য সরকারের তরফে বিনামূল্যে সেই রান্নার গ্যাসের সিলিন্ডার বা Free LPG Gas প্রদান করা হবে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেন।

Advertisement

ঘোষণায় তিনি বলেন ‘মুখ্যমন্ত্রী অন্ন ছত্রা যোজনার আওতায় আমরা প্রতি বছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বা Free LPG Gas প্রদান করব। এই ঘোষণার ফলে মহারাষ্ট্রের এই যোজনার অন্তর্ভুক্ত যারা রয়েছেন তাদের অনেকটাই আর্থিক সহায়তা হবে এবং মধ্যবিত্তদের ও অনেকটা আর্থিক দিক দিয়ে সহায়তা হবে।

রান্নার গ্যাসের দাম কোন রাজ্যে কত

মুম্বইয়ে ভর্তুকিহীন হিসাবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮০২.৫ টাকা রয়েছে। অন্যদিকে, কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ৮২৯ টাকা খরচ করতে হচ্ছে জন্সাধারণকে। দিল্লিতে দাম পড়ছে ৮০৩ টাকা। চেন্নাইয়ে ৮১৮.৫ টাকায় কিনতে হচ্ছে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG Gas).

হঠাৎ এমন অভিনব সিদ্ধান্ত নেওয়ার কারণ কি

যেহেতু এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আছে। তাই রাজ্য বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তাই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী। যেহেতু ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী। তাই সেই প্রকল্পের আওতায় যে সমস্ত ব্যক্তি আছেন, তারা ৩০০ টাকা কমে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারেন।

এই সুবিধা পাওয়া যাচ্ছে গতবছর থেকেই। প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় পাওয়া যায়। অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় মুম্বইয়ে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৫০২.৫ টাকা। কলকাতায় সেই দামটা ৫২৯ টাকা পড়ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ওই দামে রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG Gas) মিলবে।

আরও পড়ুন, ফ্রী রেশন আর দেওয়া হবেনা এই কাজ না করলে, 30 তারিখের মধ্যে করতে হবে

অন্যদিকে মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনার অধীনে সমস্ত পরিবার গুলিকে বিনামূল্যে বছরের তিনটি গ্যাস সিলিন্ডার বা Free LPG Gas সরবরাহ করা হবে। অর্থাৎ রাজ্যের মধ্যবিত্ত থেকে দরিদ্র সকল পরিবারগুলি এই সুবিধা পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা করা হয়নি। শুধুমাত্র মহারাষ্ট্রের আমজনতাই যারা এই প্রকল্পের অন্তর্গত তারাই একমাত্র এই সুবিধা পাবেন।

এর পাশাপাশি রাজ্যের মহিলাদের এবং কৃষকদেরও বিভিন্ন রকম সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।
একদিকে যেরকম কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার অন্তর্গত যারা রয়েছেন তাদের গ্যাস সিলিন্ডার বাবদ খরচ অনেকাংশেই কমিয়েছেন। তাই সেই সমস্ত দরিদ্র মধ্যবিত্ত পরিবার গুলোর মাথার উপর থেকে গ্যাসের চড়া দামের বোঝা অনেকাংশেই নেমেছে। তেমনি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করার এই অভিনব পদক্ষেপে মহারাষ্ট্রের রাজ্যবাসী ও অনেক খুশি।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button